ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পক্ষাঘাতগ্রস্তদের জন্য বিএসএমএমইউতে লাইভ সার্জারির উদ্বোধন

প্রকাশিত: ০৬:১৭, ২০ মে ২০১৮

পক্ষাঘাতগ্রস্তদের জন্য বিএসএমএমইউতে লাইভ সার্জারির উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ হাতের প্যারালাইজড (পক্ষাঘাত) রোগীদের অপারেশনের মাধ্যমে আরোগ্য লাভের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী লাইভ সার্জারির উদ্বোধন করা হয়েছে। এতে বাংলাদেশের হ্যান্ড সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ও ভারতের বিখ্যাত ব্রাকিয়াল প্লাক্সাস সার্জন অধ্যাপক অনিল ঘনশ্যাম ভাটিয়া অংশ নিচ্ছেন। বাংলাদেশের অন্যান্য সরকারী হাসপাতালেও এ সংক্রান্ত চিকিৎসার জন্য দক্ষ জনবল গড়ে তোলাই এ কর্মশালার অন্যতম লক্ষ্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হ্যান্ড এ্যান্ড রিকন্সট্রাকটিভ সার্জারি উইংয়ের মাধ্যমে প্রতি বছর এ ধরনের প্রায় ৪০ জন রোগীর জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করা হচ্ছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ৭ম তলায় অর্থোপেডিক সার্জারি বিভাগের ক্লাসরুমে ২ দিনব্যাপী ‘ব্রাকিয়াল প্লাক্সাস ইনজুরি’ বিষয়ক ওয়ার্কশপ ও লাইভ সার্জারির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগ ও বাংলাদেশ হ্যান্ড সোসাইটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডাঃ কাজী শহীদুল আলম, অধ্যাপক ডাঃ শামসুদ্দিন আহমেদ। ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত ব্রাকিয়াল প্লাক্সাস সার্জন ভারতের অধ্যাপক অনিল ঘনশ্যাম ভাটিয়া। সভাপতিত্ব করেন অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান ও বিডিএসএসএইচ-এর সহ-সভাপতি অধ্যাপক ডাঃ নকুল কুমার দত্ত। বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি ফর সার্জারি অব দি হ্যান্ড (বিডিএসএসএইচ)-এর সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু। ধন্যবাদ জ্ঞাপন করেন বিডিএসএসএইচ-এর সাধারণ সম্পাদক ডাঃ সাজেদুর রেজা ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেন বিডিএসএসএইচ-এর কোষাধ্যক্ষ ডাঃ কৃষ্ণ প্রিয় দাস। অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেন, হাতের আঘাতজনিত প্যারালাইজড (পক্ষাঘাত) রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ ধরনের আঘাতে হাতের নার্ভসমূহের সব চাইতে বেশি ক্ষতি হয়ে থাকে। আবার জন্মগত ত্রুটির কারণেও এ সমস্যা হতে পারে। এ সমস্যা ও রোগ থেকে রোগীদেরকে মুক্তি দিতে ও হাতের আঘাতজনিত প্যারালাইজড (পক্ষাঘাত) রোগের বা ক্ষতিগ্রস্ত নার্ভসমূহের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে এ ধরনের কর্মশালা ও লাইভ সার্জারি সংশ্লিষ্ট সার্জন ও শিক্ষার্থীদের জন্য হাতের আঘাতজনিত প্যারালাইজড (পক্ষাঘাত) রোগের সফল অস্ত্রোপচারের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন ও জ্ঞানলাভে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ব্রাকিয়াল প্লাক্সাস ইনজুরি বিষয়ক ওয়ার্কশপ ও লাইভ সার্জারি পক্ষঘাত রোগীদের জন্য উপকার ও কল্যাণ বয়ে আনছে এবং তাদের পক্ষাঘাতগ্রস্ত হাত সচল করার মাধ্যমে কর্মক্ষম।
×