ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে আতশবাজি বিস্ফোরণে ৩ শিশু শিক্ষার্থী আহত

প্রকাশিত: ০৬:১৬, ২০ মে ২০১৮

শরীয়তপুরে আতশবাজি বিস্ফোরণে ৩ শিশু শিক্ষার্থী আহত

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৯ মে ॥ শরীয়তপুরে কুড়িয়ে পাওয়া আতশবাজি বিস্ফোরণে তিন শিশু শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার বিকেলে শরীয়তপুর পৌরসভার ধানুকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় আহত দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হল শরীয়তপুর পৌরসভার ধানুকা গ্রামের মোহাম্মদ আলী বেপারির ছেলে সজিব বেপারি (৮) ও মেয়ে মাহমুদা আক্তার (১১) এবং ফারুক বেপারির ছেলে তামিম বেপারি (৯)। শিশুরা ধানুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিশলয় কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। স্থানীয় ও আহত শিশুদের পরিবার সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের আনন্দে সারাদেশের সঙ্গে শরীয়তপুরেও আতশবাজির আয়োজন করে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ মে) সন্ধ্যায় শরীয়তপুর ধানুকা বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে এ আতশবাজির আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা কয়েকটি আতশবাজি কুড়িয়ে পায় শিশু সজিব, তামিম, মাহমুদা। পরে তারা বাড়িতে নিয়ে যায়। আজ বিকেলে আগুনের তাপ দিলে সেই আতশবাজিগুলো বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হয় শিশুরা। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সজিব ও তামিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। তবে চিকিৎসকরা বলেছেন, তামিমের ডান চোখ বাঁচানো যাবে কিনা বলা যাচ্ছে না।
×