ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌদিতে সাত নারী অধিকারকর্মী আটক

প্রকাশিত: ০৪:২৩, ২০ মে ২০১৮

সৌদিতে সাত নারী অধিকারকর্মী আটক

সৌদি আরবে অন্তত সাত নারী অধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সরকারের ধরপাকড়ের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সৌদি নারীদের গাড়ি চালানোর অধিকার আন্দোলনের কয়েকজন কর্মী রয়েছেন, যারা দীর্ঘদিন দেশটির নারীদের অধিকার নিয়ে লড়াই করে আসছেন। খবর ব্লুমবার্গের। দেশটিতে নারীদের গাড়ি চালানোয় দীর্ঘদিনের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার মাত্র এক মাস পূর্বে এবং পবিত্র রমজান মাসে এই নারী অধিকার কর্মীদের গ্রেফতার করা হলো। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা স্পর্শকাতর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন। তবে তাদের কী কারণে গ্রেফতার করা হয়েছে, তা এখনও স্পষ্ট না। এদিকে নারী অধিকারকর্মীরা বলছেন, গত বছর সেপ্টেম্বরে সৌদি আদালত (রয়াল কোর্ট) ওই নারী অধিকার কর্মীদের গণমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে কোন কথা না বলার জন্য সতর্ক করে দেয়। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে, ধর্মীয় সহিংসতা সৃষ্টি ও জাতীয় মর্যাদা নষ্টের পরিকল্পনার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা বিদেশী সংস্থার সঙ্গে সন্দেহমূলক যোগাযোগ রক্ষা করছিল।
×