ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজায় ইসরাইলী হামলা ॥ তদন্ত উদ্যোগের বিরোধিতায় অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৪:২৩, ২০ মে ২০১৮

গাজায় ইসরাইলী হামলা ॥ তদন্ত উদ্যোগের বিরোধিতায় অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র

গাজায় মানবাধিকার পরিস্থিতির ক্রমেই অবনতি হওয়ায় তা নিয়ে আলোচনার জন্য শুক্রবার রাতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। গাজায় সাম্প্রতিক সহিংসতায় ৬০ ফিলিস্তিনী নিহত হলে ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পরিষদে ভোটাভুটি হয়। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র এ উদ্যোগের বিরোধিতা করে। ভোটাভুটিতে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ২৯টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এবং ১৪টি দেশ ভোট প্রদানে বিরত থেকেছে। খবর গার্ডিয়ান অধিকৃত এলাকায় মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হয়েছে বলে ঘটনার তদন্তের জন্য একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের পক্ষে ২৯ টি দেশ ভোট দিয়েছে। বৈঠকের সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ পেয়েছে যে, অস্ট্রেলীয় কর্মকর্তারা ঘটনায় হতাহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু তারা বলেছেন, ইসরাইলের বৈধ নিরাপত্তা উদ্বেগ ও নিজেদের রক্ষার অধিকার রয়েছে। অস্ট্রেলিয়া আগের মতোই যথাযথ সংযম দেখানোর জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে এবং বলেছে, গুলিবর্ষণ ঘটনার নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্ত হতে হবে। কিন্তু দেশটি মানবাধিকার পরিষদের তদন্তের বিরোধিতা করে। অস্ট্রেলীয় কর্মকর্তারা বলেছেন, তাদের উদ্বেগ পরিণতি না ভেবেই খসড়া প্রস্তাবের ভাষা ব্যবহার করা হয়েছে।
×