ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তর মিয়ানমারে সংঘর্ষ চলাকালে তিন চীনা নাগরিক নিহত

প্রকাশিত: ০৪:২৩, ২০ মে ২০১৮

উত্তর মিয়ানমারে সংঘর্ষ চলাকালে তিন চীনা নাগরিক নিহত

মিয়ানমারের উত্তরাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সঙ্গে সেনাবাহিনীর ছড়িয়ে পড়া সংঘর্ষে চীনের তিন নাগরিক নিহত হওয়ার পর উভয় পক্ষকে দ্রুত যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমার থেকে ছোড়া তিনটি রকেট ও কয়েটি গুলি চীনের ভূখণ্ডে গিয়ে পড়েছে। শুক্রবার রাতে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে ওই বিবৃতি দেয়া হয়। খবর ওয়েবসাইট। বিবৃতিতে চীন বিষয়টি গভীর মনোযোগের সঙ্গে দেখছে এবং মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানানো হয়। পশ্চিমের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মাত্রা কিছুটা হ্রাস পেতে না পেতেই গত মাস থেকে মিয়ানমারের উত্তরাঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে। চীন ও ভারত সীমান্তবর্তী শান ও কাচিন প্রদেশে সেনাবাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে এপ্রিলের প্রথমদিকে হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়। মিয়ানমার সরকারের সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন আদিবাসী সংখ্যালঘুদের সংঘাত দীর্ঘদিনের। বৌদ্ধ প্রধান মিয়ানমারে সংখ্যালঘু কাচিনরা প্রধানত খ্রিস্টান। নিজেদের অঞ্চলগুলোর অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৬১ সাল থেকে মিয়ানমারের সরকারের বিরুদ্ধে পাহাড়ী উত্তরাঞ্চলের আদিবাসী গোষ্ঠী লড়াই করে আসছে। ভারতে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১৯ শ্রমিকের মৃত্যু ভারতে একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১৯ শ্রমিক সিমেন্টের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। শনিবার পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের একটি ব্যস্ত মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও ছয় জন আহত হয়েছে। খবর এএফপির। পুলিশের সুপারিনটেনডেন্ট আর. ভি. আসারি বলেন, ‘এই ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। নিহতদের ১২ জন নারী, তিন জন কিশোর ও চারজন পুরুষ। ট্রাকটি পিপাভাব পোর্ট থেকে আসছিল। আহমেদাবাদ-ঢোলেরা মহাসড়কে এটি উল্টে যায়। নিহতদের সবাই শ্রমিক। তারা আনন্দ জেলার একটি ক্ষেতে কাজ করতে যাচ্ছিল। এখন উদ্ধার তৎপরতা চলছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।’
×