ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আগামী সপ্তাহে দুর্নীতি দমন কমিশনে হাজির হওয়ার নির্দেশ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের বিরুদ্ধে সমন

প্রকাশিত: ০৪:২০, ২০ মে ২০১৮

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের বিরুদ্ধে সমন

মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের (৬৪) বিরুদ্ধে সমন জারি করেছে। তার বিরুদ্ধে করা দুর্নীতির তদন্তে সহযোগিতার জন্য তাকে আগামী সপ্তাহে কর্তৃপক্ষের সামনে উপস্থিত হতে বলা হয়েছে। অর্থ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত নজিবের গায়ে দুর্নীতির কালিমা লেগে গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। নাজিবের বিরুদ্ধে রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচারের ষড়যন্ত্রে লিপ্ত থকার অভিযোগ রয়েছে। গত ৯ মে’র জাতীয় নির্বাচনে নাজিবের রাজনৈতিক জোট বিপুল ভোটে পরাজিত হয়। খবর দ্য জাকার্তা পোস্ট ও এএফপির। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে পরাজয়ের পর নাজিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং গত সপ্তাহে পুলিশ তল্লাশি চালিয়ে তার বাড়ি ও অফিস থেকে অন্তত ৭২টি হাতব্যাগ ভর্তি বিদেশী মুদ্রা এবং অনেক স্বর্ণালঙ্কার উদ্ধার করে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, আগামী মঙ্গলবার মালয় দুর্নীতি দমন কমিশন (এসএসিসি) নাজিবকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে। এর আগে গত সপ্তাহের শেষ দিকে কুয়ালালামপুরের একটি আবাসিক কমপ্লেক্সে নাজিব সংশ্লিষ্ট তিনটি এ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, অলঙ্কার ও দামি হ্যান্ডব্যাগ জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, অভিযানে তারা ২৮৪টি বাক্স ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের দামি হ্যান্ডব্যাগ, ৭২ ব্যাগ ভর্তি গহনা, দামি ঘড়ি, বিপুল পরিমাণ রিংগিত ও মার্কিন ডলার জব্দ করেছে। পরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার দুর্নীতি দমন পুলিশের প্রধান অমর সিং বলেন, ঠিক কি পরিমাণ গহনা উদ্ধার করা হয়েছে তা আমি এখনই বলতে পারছি না। কারণ আমরা বাক্সে ভরা গহনা জব্দ করেছি। তবে এটা বলতে পারি, পরিমাণ অনেক বেশি। এদিকে, কোন পরোয়ানা ছাড়া নাজিব পরিবারকে হেনস্তা করতে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন তার আইনজীবী। তিনি বলেন, যেসব জিনিস জব্দ করা হচ্ছে সেগুলো হয়তো তেমন মূল্যবান কিছু না। কিন্তু যেভাবে সেটা প্রচার করা হচ্ছে তাতে সবার মনে আমার মক্কেলকে নিয়ে নেতিবাচক ছবি তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচনে পরাজয়ের এক সপ্তাহ পর গত বুধবার রাত থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়, পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন ও নাজিব পরিবারের মালিকানায় থাকা চারটি আবাসিক ভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ। রাষ্ট্রীয় বিনিয়োগ ও দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে গড়া বিনিয়োগ তহবিল ‘ওয়ান মালয়েশিয়া ডেভলপমেন্ট বরহাদ’ (ওয়ানএমডিবি) থেকে নাজিব ৭০ কোটি ডলার নিজের পকেটে পুরেছেন, ২০১৫ সালে এমন অভিযোগ উঠার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। যদিও পরে মালয়েশিয়ার বিভিন্ন কর্তৃপক্ষ নাজিবকে অভিযোগ থেকে মুক্তি দেয়। কিন্তু যুক্তরাষ্ট্রসহ অন্তত ছয়টি দেশে তার বিরুদ্ধে এখনও দুর্নীতির তদন্ত চলছে। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দায়িত্ব গ্রহণের পরপরই নাজিবের বিরুদ্ধে ফের দুর্নীতি তদন্ত শুরুর ঘোষণা দেন। যদিও কোন ধরনের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন নাজিব। ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পড়ার পর নাজিবকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন মাহাথির। কিন্তু নাজিব সরে না দাঁড়ানোয় তাকে ক্ষমতা থেকে সরাতেই রাজনীতি থেকে অবসর নেয়ার ১৫ বছর পর ফের রাজনীতিতে ফেরেন মাহাথির। এক সময়ের চরম প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে জিতে ৯২ বছর বয়সে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। নির্বাচনে হারের পর ছুটি কাটানোর কথা বলে স্ত্রীসহ দেশত্যাগের উদ্যোগ নিয়েছিলেন নাজিব। কিন্তু গত শনিবার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।
×