ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আব্দুর রশিদ;###;সিনিয়র শিক্ষক;###;বি এ এফ শাহীন কলেজ;###;কুর্মিটোলা, ঢাকা

অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ০৬:২৬, ১৯ মে ২০১৮

অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

(তৃতীয় অধ্যায়) ১. চেরনোবিল কোন ভাইরাসটিকে বলা হয় ? ক. ক্রিপার খ. ব্রেইন গ. সিআইএইচ ঘ. চুয়ান ২. কোন প্রোগ্রাম নিজের কপি তৈরি করতে পারে ? ক. অ্যাভাস্ট খ.নরটন গ.পান্ডা ঘ.ভাইরাস ৩. পাসওয়ার্ডের পর Captcha লিখতে হয় কেন ? ক. আনন্দের জন্য খ. নিরাপত্তার জন্য গ. লেখালেখির জন্য ঘ. খেলাধুলার জন্য ৪. বিশ্বে প্রথম ইন্টারনেট ওয়ার্ম কোনটি ? ক. হুকওয়ার্ম খ. লকওয়ার্ম গ. মরিসওয়ার্ম ঘ. রুট ৫. কোনটি ছদ্মবেশী সফটওয়্যার ? ক. ট্রোজান হর্স খ. ডেটাবেজ গ. নরটন ঘ. ফটোশপ ৬। সাইবার অপরাধের একটি বড় অংশ হচ্ছে- (ক) দুর্নীতি (খ) হ্যাকিং (গ) সাইবার যুদ্ধ (ঘ) প্রতারণা ৭। সবাই সবার সাথে যুক্ত কিসের মাধ্যমে? (ক) মোবাইল (খ) রাউটার (গ) নেটওয়ার্ক (ঘ) মডেম ৮। প্রতিটি নেটওয়ার্কের অবশ্যই কোনটি থাকতে হবে? (ক) হ্যাকার (খ) নিরাপত্তা ব্যবস্থা (গ) কম্পিউটার (ঘ) মোবাইল ফোন ৯। যারা হ্যাকিং- এর সাথে জড়িত তাদের কী বলে? (ক) হকার (খ) হ্যাকার (গ) রাউটার (ঘ) ফিল্টার ১০। পাসওয়ার্ড কী? (ক) এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা (খ) নেটওয়ার্কের নাম (গ) ই-মেইল পাসওয়ার্ড (ঘ) এনক্রিপটেড ফোল্ডার ১১। অন্যের গোপন পাসওয়ার্ড বের করে ফেলার জন্য কী তৈরি হয়েছে? (ক) মোবাইল (খ) বিশেষ রোবট (গ) বিশেষ নাম্বার (ঘ) বিশেষ প্রতিষ্ঠান ১২। বড় বড় তথ্যভান্ডারগুলোকে কী বলা হয়? (ক) ড্রপবক্স (খ) নেটওয়ার্ক (গ) ডেটা সেন্টার (ঘ) টপোলজি ১৩। প্রোগ্রাম কত প্রকার? (ক) ১ (খ) ৩ (গ) ২ (ঘ) ৪ ১৪। নিচের কোনটি কম্পিউটার প্রোগ্রাম? (ক) রেডিও (খ) আপারেটিং সিস্টেম (গ) নেটওয়ার্ক (ঘ) অপারেশন সিস্টেম ১৫। সফ্টওয়্যার কী? (ক) একটি হার্ডওয়্যার প্রোগ্রাম (খ) নেটওয়ার্ক (গ) একটি কম্পিউটার প্রোগ্রাম (ঘ) টপোলজি ১৬। ওরাকল কী ধরনের সফ্টওয়্যার? (ক) মাল্টিমিডিয়া (খ) ডেটাবেজ (গ) অফিস (ঘ) গান শোনা ১৭। যেসব প্রোগ্রাম কম্পিউটারের জন্য ক্ষতিকর সেসব প্রোগ্রাম দিয়ে তৈরি সফ্টওয়ারকে কী বলে? (ক) ভাইরাস (খ) ভালো সফ্টওয়্যার (গ) মেলিসিয়াস সফ্টওয়্যার (ঘ) ইন্টারনেট ১৮। নিচের কোন ম্যালওয়্যারটি পুনরুৎপাদন হয়? (ক) কম্পিউটার ভাইরাস (খ) স্পাইওয়্যার (গ) এডওয়্যার (ঘ) নরটন ১৯। কোন ভাইরাস স্থায়ীভাবে মেমোরিতে বসবাস করে না? (ক) ওয়ার্ম (খ) অনিবাসী ভাইরাস (গ) নিবাসী ভাইরাস (ঘ) মেমোরি ভাইরাস ২০। কোন কম্পিউটার বিজ্ঞানী সর্বপ্রথম ভাইরাস বিষয়ে আলোকপাত করেন? (ক) নিকোল কিডম্যান (খ) এলিস সুনরো (গ) মার্টিন কুপার (ঘ) জন ভন নিউম্যান (উত্তরসহ বাকি অংশ পররবর্তী সংখ্যায়)
×