ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইটি ডটকম প্রতিবেদক

আইফোনের জিমেইলেও করা যাবে লেনদেন

প্রকাশিত: ০৬:১৬, ১৯ মে ২০১৮

আইফোনের জিমেইলেও করা যাবে লেনদেন

গুগলের আনা নতুন এক ফিচারের মাধ্যমে যে কেউ তাদের জিমেইলের ইমেইল এ্যাড্রেস দিয়েই আইফোন থেকে অর্থ পাঠাতে পারবেন। ইতোমধ্যেই এ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচার রয়েছে। এক্ষেত্রে জিমেইল থেকে গুগলের লেনদেন সেবা গুগল প্লেব্যবহার করা হয়। গুগল প্লে বর্তমানে পেইপ্যাল, এ্যাপল প্লেআর ভেনমোর মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। আইফোন ব্যবহারকারীরা কিভাবে জিমেইল এ্যাপ থেকে অর্থ পাঠাতে পারবেন? এজন্য শুরুতেই গুগল পে এ্যাকাউন্ট চালু করতে হবে। গুগল প্লে ওয়েবসাইটে গিয়ে বামপাশে ‘পেমেন্ট মেথডস’ লেখা অপশনে ক্লিক করার পর, ‘এ্যাড পেমেন্ট মেথড’ অপশনে ক্লিক করতে হবে- উল্লেখ করা হয়েছে সিএনবিসি’র প্রতিবেদনে। এরপর আইফোনের জিমেইল এ্যাপ খুলে গ্রাহকের ইমেইল এ্যাড্রেস দিতে হবে। এ ক্ষেত্রে গ্রাহকের জিমেইল এ্যাকাউন্ট থাকা আবশ্যক নয়। ইমেইলের সাবজেক্টের জায়গা পূরণের পর স্ক্রিনের ডান পাশে উপরে পেপারক্লিপ আইকনে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল করে ‘সেন্ড মানি’ অপশন বাছাই করতে হবে। এখানে ব্যবহারকারী ঠিক কী পরিমাণ অর্থ পাঠাতে চান তা লেখার পর এ ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে অর্থ পরিশোধ করা হবে তা বাছাই করতে হবে। এরপর ‘অ্যাটাচ মানি’ অপশনে ক্লিক করার পর লেনদেনের জন্য একটি মেমো যোগ করতে হবে, যদিও তা আবশ্যক নয়। এরপর ইমেইলটি পাঠিয়ে দিলেই প্রেরকের অর্থ পাঠানো শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন গ্রাহক কিভাবে এই অর্থ পাবেন? গ্রাহকের কাছে একটি ইমেইল পৌঁছানোর পর তাকে সেখানে তিনি যে ব্যাংক এ্যাকাউন্টে ওই অর্থ নিতে চান তা দিতে হবে। তাহলে ওই অর্থ ওই নির্দিষ্ট এ্যাকাউন্টে যোগ হয়ে যাবে।
×