ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিলিস্তিনীদের ওপর হামলা

এরদোগানের আহ্বানে ওআইসির জরুরী বৈঠক

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ মে ২০১৮

এরদোগানের আহ্বানে   ওআইসির জরুরী বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের আহ্বানে ফিলিস্তিনীদের প্রতি সংহতি এবং গাজায় ফিলিস্তীন বিক্ষোভকারীদের ওপর ইসরাইলী হামলায় হতাহতের ঘটনার নিন্দা জানাতে শুক্রবার ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)র জরুরী বৈঠক ইস্তানবুলে শুরু হয়েছে। অর্ধবছরের মধ্যে এটি এরদোগানের আমন্ত্রণে দ্বিতীয় জরুরী বৈঠক। এরদোগান গত সোমবার ইসরাইলী বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে গাজা সীমান্তে ৬০ জন ফিলিস্তিনী হত্যার ঘটনাকে গণহত্যা হিসেবে এবং ইসলাইলকে জাতিবিদ্বেষী দেশ হিসেবে উল্লেখ করেন। এরদোগানের বক্তব্যের পরে তুরস্ক ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সঙ্কট সৃষ্টি হয়। এরদোগান ফিলিস্তিনীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার বিশাল গণবিক্ষোভের ডাক দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতিদানের প্রতিবাদ জানিয়ে এরদোগান গত বছরের ডিসেম্বরে ওআইসি’র বিশেষ বৈঠকের আয়োজন করেছিলেন। তিনি ইতোমধ্যেই অঙ্গীকার ঘোষণা করেছেন শুক্রবারের সম্মেলনে ফিলিস্তীনের ওপর ইসরাইলের হামলার ঘটনায় বিশ্বকে একটি কঠোর বার্তা জানানো হবে।
×