ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭২ ব্যাগে বিপুল পরিমাণ মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ মে ২০১৮

৭২ ব্যাগে বিপুল পরিমাণ  মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

মালয়েশিয়ার পুলিশ দুর্নীতিবিরোধী অভিযানে গিয়ে হ্যান্ডব্যাগ উদ্ধার করেছে, যেগুলো বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালঙ্কার দিয়ে ভর্তি করে রেখে দেয়া হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে তদন্তে গিয়ে তার বাড়ি ও অফিস থেকে ওগুলো উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়। খবর এএফপি ও সিবিসির। দেশটির অপরাধ তদন্ত বিভাগের প্রধান অমর সিং শুক্রবার সকালে ওই দুর্নীতিবিরোধী অভিযান বিষয়ে জানান, উদ্ধারকৃত সম্পদের বাজার মূল্য কত, তাৎক্ষণিকভাবে তা বলা সম্ভব না। তিনি বলেন, ‘আমাদের কর্মকর্তারা ব্যাগগুলো পরীক্ষা করে দেখেছেন এবং ৭২টি ব্যাগে মালয়েশিয়ার রিংগিত, মার্কিন ডলার, হাত ঘড়ি ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।’ গত সপ্তাহে জাতীয় নির্বাচনে দেশটিতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা জোটের নেতা নাজিব বিপুল ভোটে পরাজিত হন। এরপরই ৯২ বছর বয়সী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নাজিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন এবং তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। মাহাথির ইতোমধ্যে ৬৪ বছর বয়সী নাজিবকে বিচারের মুখোমুখি আনতে গত বুধবার তার বিরুদ্ধে দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন। নাজিবের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন।
×