ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিজবুল্লাহ নেতাদের ওপর আরব ও মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ মে ২০১৮

 হিজবুল্লাহ নেতাদের  ওপর আরব ও  মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও আরবের উপসাগরীয় দেশগুলো লেবাননভিত্তিক শিয়া মিলিশিয়া গ্রুপ হিজবুল্লাহর নেতাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার ইরান সমর্থিত গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।- আলজাজিরা। ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবাননের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তারা নিরঙ্কুশ জয় পেয়েছে। মার্কিন স্বার্থের অনুগামী সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে তাদের অবস্থান। সিরিয়ায় তারা আসাদ সরকারের পক্ষে লড়াই করেছে। ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের কথা ঘোষণার পর হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহ তাকে হুঁশিয়ার করেন।
×