ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনেটে অনুমোদন

সিআইএ’র প্রথম নারী পরিচালক জিনা হ্যাসপল

প্রকাশিত: ০৫:৩৬, ১৯ মে ২০১৮

 সিআইএ’র প্রথম নারী পরিচালক জিনা হ্যাসপল

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রথম নারী পরিচালক হিসেবে সিনেটের অনুমোদন পেয়েছেন জিনা হ্যাসপল, বিতর্কিত জিজ্ঞাসাবাদ কৌশল ব্যবহারের কারণে তার বিরুদ্ধে সমালোচনা রয়েছে। বৃহস্পতিবার সিনেটের ভোটাভুটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত হ্যাসপলের নিয়োগ ৫৪-৪৪ ভোটে অনুমোদন পায়। খবর বিবিসির। ৬১ বছর বয়সী হ্যাসপলের তিন দশকের ক্যারিয়ারের একটি বড় অংশ কেটেছে আন্ডার কাভার এজেন্ট হিসেবে। ৯/১১ হামলার পর ২০০২ সালে তাকে থাইল্যান্ডে সিআইএ’র এক বন্দীশিবিরের দায়িত্ব দেয়া হয়। ওই বন্দীশিবিরে ওয়াটারবোর্ডিংয়ের (কাপড়ে মুখ বেঁধে পানি ঢালা, যাতে বন্দীর ডুবে যাওয়ার অনুভূতি হয়) মতো বিতর্কিত পদ্ধতি প্রয়োগ করে নির্যাতনের অভিযোগ রয়েছে। সিআইএ’র সাবেক পরিচালক মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলে সেই জায়গায় উপ-পরিচালক জিনা হ্যাসপলকে মনোনীত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিরোধী দলে থাকা ডেমোক্যাটদের পাশাপাশি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কয়েকজন সিনেটরও হ্যাসপলের ভূমিকা নিয়ে সমালোচনা করে আসছিলেন।
×