ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীর খাল সংস্কারে নেই কোন অগ্রগতি

প্রকাশিত: ০৫:২৯, ১৯ মে ২০১৮

রাজধানীর খাল সংস্কারে নেই কোন অগ্রগতি

স্টাফ রিপোর্টার ॥ বর্ষা মৌসুমকে সামনে রেখে রাজধানীর খাল সংস্কারে নেই কোন অগ্রগতি। যে কারণে ফের জলাবদ্ধতার শঙ্কায় রয়েছেন নগরবাসী। কর্তৃপক্ষ বলছে, কৌশলগত কারণে বর্ষার ঠিক আগ মুহূর্তে শুরু করা হবে কাজ। তবে বিশেষজ্ঞরা বলছেন, আইনত বছরজুড়েই পয়নিষ্কাশন ব্যবস্থা দেখভালের দায়িত্ব সেবা সংস্থাগুলোরই। মিরপুরের খালের ৩ নম্বর ওয়ার্ড পয়েন্ট। মিরপুর এলাকার পয়:নিষ্কাশনে লাইফলাইন খ্যাত এ খাল দেখে বোঝার উপায় নেই এতে আদৌ কোন পানিপ্রবাহ আছে। এলাকাবাসী জানিয়েছেন, বৈশাখের সামান্য বৃষ্টিই জানান দিচ্ছে জলবদ্ধতার দুর্ভোগ। এলাকাবাসী বলেন, এই পানির ভেতর থাকা সম্ভব নয় বলে বাড়ি-ঘর ছেড়ে দিচ্ছে অনেকে। তবে সবচেয়ে বড় ট্রাজেডি দেখা যাবে মাত্র ৬০০ মিটার দূরত্বে খালটির পলাশনগর পয়েন্টে আসলে। দুটি খালের এ সংযোগস্থল দুর্বৃত্তরা শুধু দখল করেই ক্ষান্ত হয়নি, প্রকাশ্যেই একের পর এক তুলে যাচ্ছে স্থাপনা। এলাকাবাসী বলেন, এই খাল এখন যেমন চিপা দেখছেন। আগে এমন চিপা ছিলনা। বাড়িওয়ালারা এগিয়ে আসার কারণে খাল চিপে যাচ্ছে। বিভিন্ন রাজনীতিবিদ পরিচয়ে দখল করে নিচ্ছে। এই খাল এখন মানুষের গলার কাটা।
×