ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাফিক আইন অমান্যে বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা

প্রকাশিত: ০৫:২৮, ১৯ মে ২০১৮

ট্রাফিক আইন অমান্যে বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা

ট্রাফিক আইন মেনে চলাচল না করায় রাজধানীতে বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা। গবেষকরা বলছেন, সড়কে চলাচলকারী গাড়িগুলোর পারস্পরিক প্রতিযোগিতা ও আইন ভাঙ্গার প্রবণতা রোধ করতে না পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে। ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল অনুমোদন দেয়ার ক্ষেত্রে আরও কঠোর হওয়ার পরামর্শও তাদের। বিআরটিএর দাবি, সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া চলছে। কোন সংকেত বা বাধা দিয়ে আটকে রাখা দায় রাজধানীর সড়কে চলা মোটরসাইকেলগুলোকে। ফাঁকা রাস্তায় বেপরোয়া গতি, যখন তখন ওভারটেকিংয়ের প্রবণতা, হেলমেট না পড়া এবং একাধিক আরোহী নিয়ে চলে বেশিরভাগ গাড়ি। এর ওপর রয়েছে বাস, সিএনজি অটোরিক্সা, রিক্সাসহ অন্যান্য পরিবহনের সঙ্গে রেষারেষি। ফলে সবসময় দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলছে বাহনগুলো। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের কয়েকটি ওয়ার্ডে গত তিন মাসে ভর্তি হওয়া রোগীর বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। গবেষকরা বলছেন, সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনাও। অন্যান্য পরিবহনের চেয়ে কমপক্ষে ৩০ গুণ বেশি ঝুঁকিপ্রবণ বাহন মোটরসাইকেল। তাই, ট্রাফিক আইন মানার ওপর জোর দেন গবেষকরা। -স্টাফ রিপোর্টার
×