ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় লেগুনাযাত্রী শিশু নিহত

প্রকাশিত: ০৫:২০, ১৯ মে ২০১৮

টাঙ্গাইলে ট্রেনের  ধাক্কায় লেগুনাযাত্রী  শিশু নিহত

বিডি নিউজ ॥ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের ধাক্কায় লেগুনাযাত্রী শিশু নিহত হয়েছে; আহত হয়েছেন লেগুনার চালকসহ আরও তিনজন। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সেতু ট্রেন লাইনের ডুকলাহাটি লেভেল ক্রসিংয়ে ‘চিত্রা এক্সপ্রেস’-এর ধাক্কায় লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। নিহত সিয়াম (১১) মির্জাপুরের মহেড়া ইউনিয়নের ডুকলাটি গ্রামের তমছের আলীর ছেলে। হতাহত সবাই লেগুনার যাত্রী। আহতদের মধ্যে লেগুনার চালক রাজু মিয়াও (৪০) রয়েছেন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া লেগুনাটি ট্রেন লাইন থেকে সরিয়ে নিতে আধঘণ্টার মতো লাগে। সেলফি তুলতে গিয়ে কিশোর নিহত ॥ নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড থেকে জানান, চট্টগ্রামের সীতাকুন্ডে চলন্ত ট্রেনের সঙ্গে (সামনে) সেলফি তুলতে গিয়ে মোঃ সাহেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে অপর বন্ধু উপজেলার সোনাইছড়ি লালবেগ পশ্চিম পাশের এলাকার জালাল আহাম্মদ প্রকাশ কাজি জুলুর পুত্র মোঃ হাসান (১৬)। গত শুক্রবার বিকেলে উপজেলার সোনাইছড়ি লালবেগ রেলওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেদ একই এলাকার মোঃ আবদুস সাত্তারের পুত্র।
×