ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেবাচিমে পানি সরবরাহ বন্ধ ॥ চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৪:২৬, ১৯ মে ২০১৮

শেবাচিমে পানি সরবরাহ  বন্ধ ॥ চরম  দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবা কেন্দ্র শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত পাঁচদিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী ও তাদের স্বজনসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সূত্রমতে, রোগীর সঙ্গে থাকা স্বজনদের হাসপাতালের বাহির থেকে পানি সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ করতে হচ্ছে। পানি সঙ্কটে হাসপাতালের ওয়ার্ড ও শৌচাগারগুলো নোংরা হয়ে সর্বত্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি রোগীর স্বজনরা জানান, পানি না থাকায় চরম কষ্ট হচ্ছে। ব্যবহারের জন্য পুকুর থেকে পানি বয়ে নিয়ে আসতে হচ্ছে। খাবার পানির বোতল কিনতে হচ্ছে। শুক্রবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এক হাজর ১৭। হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন জানান, মেডিক্যালে প্রতিদিন দেড় লাখ গ্যালন পানির প্রয়োজন। দুটি পাম্পের মাধ্যমে এই পানি উত্তোলন করে হাসপাতালের নিজস্ব ট্যাংকিতে রাখা হতো। সম্প্রতি পানিতে ময়লা, পোকা ও দুর্গন্ধ দেখা দেয়ায় পানির পাইপ পরিষ্কার ও মেরামতের উদ্যোগ নেয় গণপূর্ত বিভাগ। পাঁচদিন আগে গণপূর্ত বিভাগ কাজ শুরু করার পর থেকেই হাসপাতালে পানি সরবারহ বন্ধ রয়েছে। গণপূর্ত বিভাগের বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় জানান, পাইপ পরিষ্কারের পর হঠাৎ করে দুটি পাম্প বিকল হয়ে যায়। পাম্প দুটি সচল করে জরুরী ভিত্তিতে পানি সরবরাহ করার জন্য জোর প্রচেষ্টা চলছে।
×