ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে বিরিয়ানি খেয়ে অসুস্থ ॥ মাঠে তদন্ত দল

প্রকাশিত: ০৪:২৩, ১৯ মে ২০১৮

ঝিনাইদহে বিরিয়ানি  খেয়ে অসুস্থ ॥ মাঠে  তদন্ত দল

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৮ মে ॥ ঝিনাইদহে মনোনয়ন প্রত্যাশী পারভীন তালুকদার মায়ার জনসমাবেশের বিরিয়ানি খেয়ে নারী-পুরুষ অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে মাঠে নেমেছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা পুলিশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬ সদস্য ও ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমানের পক্ষ থেকে ৫ সদস্যের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অসুস্থ ব্যক্তিদের খোঁজখবর নিচ্ছেন। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাহাব উদ্দিন জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন এবং ঝিনাইদহ এডিশনাল এসপি (সদর সার্কেল) কনক কুমার দাসের নেতৃত্বে ৫ সদস্যের পৃথক আরও একটি তদন্ত টিম কাজ করছে। উল্লেখ্য, মঙ্গলবার পারভীন তালুকদার মায়ার মহেশপুর হাইস্কুল মাঠে আয়োজিত জনসমাবেশের বিরিয়ানি অর্ধশতাধিক লোক অসুস্থ হয়। তাদের মহেশপুর, কোটচাঁদপুর ও জীবননগর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
×