ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেতন ভাতা দাবি

রূপগঞ্জে পোশাক কারখানায় বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২২, ১৯ মে ২০১৮

রূপগঞ্জে পোশাক  কারখানায়  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৮ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে ফেব্রি মার্ক বিডি নামে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে রাখে। শুক্রবার বিকেলে উপজেলার কাঞ্চন দক্ষিণ বাজার এলাকায় শ্রমিকদের মাঝে এ অসন্তোষ দেখা দেয়। বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী জানান, প্রায় ৫ বছর আগে কাঞ্চন দক্ষিণ বাজার এলাকায় ফেব্রি মার্ক বিডি নামে একটি পুলিশের পোশাক তৈরি কারখানা গড়ে ওঠে। এ কারখানায় প্রায় ১৭৫ শ্রমিক কাজ করে আসছেন। মালিকপক্ষ ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত মোট ৫ মাসের বেতন ভাতাসহ ওভারটাইমের টাকা বকেয়া রাখেন। দিনের পর দিন বেতনভাতা না পাওয়ায় শ্রমিকদের মুদিদোকান থেকে বাকিতে কেনাকাটা করে দিনানিপাত করতে হচ্ছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান মিরাজসহ মালিকপক্ষ শ্রমিদের বেতন দেই দিচ্ছি বলে নানা করম টালবাহানা করে আসছে। শুক্রবার বিকেলে মালিকপক্ষ কারখানার মেশিনপত্র পিকআপ ভ্যানের নিয়ে যেতে থাকে। এ সময় শ্রমিকরা খবর পেয়ে পেয়ে পিকআপ ভ্যানটিকে আটক করে রাখে। একপর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ করে রাস্তাঘাট অবরোধ করে রাখেন। এ সময় কাঞ্চন বাজারসহ আশপাশের রাস্তার গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে শান্ত করে অবরোধ বন্ধ করেন।
×