ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই বছরের মধ্যে চট্টগ্রাম বিশ্বমানের নগরীতে পরিণত হবে ॥ মেয়র

প্রকাশিত: ০৪:২২, ১৯ মে ২০১৮

 দুই বছরের মধ্যে চট্টগ্রাম বিশ্বমানের নগরীতে  পরিণত হবে ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আগ্রাবাদ এক্সেস রোডের উন্নয়ন কাজ সমাপ্ত হলে চট্টগ্রাম নগরীর ওই এলাকার বর্তমান চিত্র পাল্টে যাবে। সড়ক উঁচুকরণ, প্রশস্ত ফুটপাথসহ নালা নির্মাণ, এলইডি বাতি দ্বারা আলোকায়ন, সৌন্দর্যবর্ধন কার্যক্রম করা হবে। চট্টগ্রাম নগরী আগামী দুই বছরের মধ্যে বিশ্বমানের একটি আধুনিক নগরীতে উন্নীত হবে। চট্টগ্রামের দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে সমাপ্ত ১৯ কোটি ২৭ লাখ টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। শুক্রবার সকালে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক সুধী সমাবেশ। মেয়র বলেন, চসিক চলতি অর্থবছরে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে রাজস্ব খাত থেকে ৬ কোটি ৩৭ লাখ, এডিপি খাতে ২৯ কোটি ৫২ লাখ, জাইকার ফান্ড থেকে ৬৬ কোটি ৩১ লাখ, বিএমডিএফ ফান্ড থেকে ৭০ কোটি এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে ৩০ কোটি টাকা ব্যয়ে হাইটেক নির্মাণসহ প্রায় ২৩২ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন কাজ চলমান রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নযজ্ঞের প্রসঙ্গ এনে তিনি বলেন, এজন্য নাগরিকদের কিছুটা ভোগান্তিও হচ্ছে। এ ব্যাপারে দুঃখ প্রকাশ করার পাশাপাশি তিনি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন। চসিক জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, গৃহীত উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমাপ্ত ৫টি প্রকল্পের ফলক উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর এইচএম সোহেল। এ সময় চসিক সচিব আবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, জনসংযোগ কর্মকর্তা মোঃ আবদুর রহিম, সহকারী প্রকৌশলী আনোয়ার জাহান, উপ-সহকারী প্রকৌশলী এটিএম সেলিম রেজা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন করা প্রকল্পগুলো হলো- জাইকার অর্থায়নে মহেষখালের প্রতিরোধ দেয়াল ও রাস্তা, এডিপির অর্থায়নে জাফর আহমদ সড়ক, মুড়ির মাজার সড়ক, সিডিএ ১ নম্বর আংশিক সড়ক, সাইফুল ইসলাম বাবু সড়ক, সালেহ আহমদ সড়ক, ফয়েজ আহমদ পেশকার সড়ক, নাজির মাঝি বাই লেন ও সিডিএ সড়ক, সিডিএ ১ নম্বর সড়ক ও নাসির খাল প্রতিরোধ দেয়াল এবং চসিক সিডিএ আবাসিক এলাকার উন্নয়ন।
×