ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভৈরবে ইয়াবাসহ দম্পতি আটক

প্রকাশিত: ০৪:২১, ১৯ মে ২০১৮

ভৈরবে ইয়াবাসহ দম্পতি আটক

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৮ মে ॥ বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভৈরবের গাছতলাঘাট এলাকার নিজ বাসা থেকে ৫ হাজার ইয়াবাসহ মাদক ফরিদ (৪৮) ও তার স্ত্রী ইয়াসমিনকে (৪০) আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকার গোয়েন্দা সদস্যরা। আটক ফরিদের বিরুদ্ধে ভৈরবসহ বিভিন্ন থানায় ১৬টি মাদকের মামলা আছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা করে তাদের ভৈরব থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সদস্যরা। খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদকে ধরতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকার গোয়েন্দা সদস্যরা ভৈরবে অবস্থান নেন। বৃহস্পতিবার সদস্যদের একজন ক্রেতা সেজে ফরিদের কাছে ১০ হাজার ইয়াবা চাইলে সে সন্ধ্যায় আসতে বলে। রাতে প্রথমে দুই সদস্য ক্রেতা সেজে তার বাড়িতে যায়। ফরিদ তাদের কাছে ৪ হাজার ৯শত ইয়াবা বিক্রি করে। পরে গোয়েন্দা সদস্যরা কৌশলে বাইরে অবস্থান করা অন্য সদস্যদের ফরিদের বাড়িতে চলে আসতে বলে। পরে ফরিদ ও তার স্ত্রী ইয়াসমিনকে আটক করে। ভৈরব পৌর এলাকার দড়ি চন্ডিবের গ্রামের মনা মিয়ার ছেলে ফরিদ ২০/২৫ বছর ধরে সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা এনে ভৈরবসহ রাজধানী ঢাকায় পাচার করত। ফেনসিডিল পাচারে তার রয়েছে নিজস্ব বাহিনী।
×