ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার ১০ উদ্যোগ নিয়ে মতবিনিময়

প্রকাশিত: ০৪:২১, ১৯ মে ২০১৮

শেখ হাসিনার ১০ উদ্যোগ নিয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগের ব্র্যান্ডিং নিয়ে শুক্রবার সকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আতিউর রহমান শেখ, পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার শহিদুজ্জামান ও খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানে ১০ উদ্যোগের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও স্বাগত বক্তৃতা করেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম জাভেদ ইকবাল। সভায় সরকারী ও বেসরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভার পূর্বে একদল গণমাধ্যমকর্মী বটিয়াঘাটা উপজেলার পুটিমারী কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন করেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দশটি বিশেষ উদ্যোগ হাতে নিয়েছেন। ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে এসব উদ্যোগের সাফল্য অনেকখানি অর্জিত হয়েছে। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে জানান হয়, খুলনায় বিদ্যুতের চাহিদা ১১ হাজার মেগাওয়াট থাকলেও উৎপাদন সক্ষমতা বর্তমানে ১৫ হাজার ৫শ’ মেগাওয়াট। সভায় জানান হয়, সারাদেশে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ৪০ হাজার ২১৪টি গ্রাম উন্নয়ন সমিতি গড়ে উঠেছে এবং প্রকল্প এলাকায় অধিক আয়ের পরিবারের সংখ্যা ২৩ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৩১ শতাংশ এ উন্নীত হয়েছে। বিভিন্ন বক্তারা বলেন, ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্ট্যাটাস অর্জন করেছে এবং সার্বিকভাবে মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। আর এসবের বাস্তব প্রতিফলন বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির মাধ্যমে পাওয়া গেছে। সভায় সাংবাদিকরা ১০ উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট দফতরের কাছ থেকে নির্ভরযোগ্য ও আপডেটেড তথ্য পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
×