ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রে নিয়মিত হতে চান সানজিদা

প্রকাশিত: ০৪:১০, ১৯ মে ২০১৮

চলচ্চিত্রে নিয়মিত হতে চান সানজিদা

স্টাফ রিপোর্টার ॥শো বিজে অনেকেই আছেন যাদের মিডিয়াতে প্রবেশ উপস্থাপনা কিংবা সংবাদ পাঠক হিসেবে কিন্তু কোন এক সময়ে দেখা গেছে নিজের দক্ষতা দিয়ে হয়ে উঠেছেন জনপ্রিয় চিত্রনায়িকা। নুসরাত ফারিয়া তার জ্বলন্ত উদাহরণ। এমনই স্বপ্ন নিয়ে মিডিয়াতে কাজ করে চলেছেন সানজিদা জাহান রোজ। সুদর্শনা এই তরুণী উপস্থাপনা করতে করতেই সংবাদ পাঠিকা হিসেবে আবির্ভূত হয়েছেন। ঢাকা সঙ্গীত একাডেমিতে উপস্থাপনার মধ্যদিয়ে মিডিয়ায় পদার্পণ। তিনি কেটিভিবাংলা ডট নেটে নিয়মিত সংবাদ পাঠ করছেন। জন্ম সূত্রে বরিশালের মেয়ে। বাবা নেই, মা আছে। দুই ভাই বোনের মধ্যে তিনি বড়। সানজিদা জাহান বলেন, সংবাদ পাঠের পাশাপাশি উপস্থাপনায়ও আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। বাংলাদেশ বেতারসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি উপস্থানা করছি। বর্তমানে আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক সম্পাদক। ছোট বেলা থেকেই অভিনয় আমি ভালবাসি। উন্মোচন থিয়েটারের মাধ্যমে মঞ্চ নাটকে আমি অভিনয় শুরু। দলটির প্রযোজনায় মোর্শেদ ফারুকের দুটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। এর একটির নাম ‘গতিময় জীবন’ আরেকটি ‘আজরাইলের পোস্ট মর্টেম’। কয়েকটি টিভি ধারাবাহিকে অভিনয় করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘আমি তুমি সে’। এ নাটকে আমার চরিত্র ছিল পুলিশ অফিসারের। তিনি ইতোমধ্যে চলচ্চিত্রে অভিনয় করেছেন। আগামীতে চলচ্চিত্রে অভিনয় করার তার কোন ইচ্ছে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন-ভাল কোন চলচ্চিত্র অভিনয় করার সুযোগ পেলে অভিনয় করতে চাই। আমি চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। ভাল পরিচালক, ভাল গল্প হলে আমার কোন আপত্তি নেই। তিনি আরও জানান এবার ঈদের নাটকে অভিনয়ের অফার রয়েছে। সময় সুযোগ পেলে ঈদের নাটকে অভিনয় করব।
×