ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রমজানে আলাউদ্দিন আদরের ‘খুশির চাঁদ’

প্রকাশিত: ০৪:০৯, ১৯ মে ২০১৮

রমজানে আলাউদ্দিন আদরের ‘খুশির চাঁদ’

স্টাফ রিপোর্টার ॥ আলাউদ্দিন আদর। এক স্বপ্নবাজ সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী যুবকের নাম। সম্প্রতি তার লেখা গান কবিতা গল্প অলোচনায় এসেছে। এ সবের পাশাপাশি গবেষক হিসেবেও পরিচিতি রয়েছে তার। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে হাবিব মোস্তফার সুরে আবিদ আজমের কণ্ঠে তার লেখা ‘খুশির চাঁদ’ গানটি সম্প্রতি প্রশংসিত হয়েছে। গানটি সম্পর্কে আলাউদ্দিন আদর বলেন, রোজার মাধ্যমে আমরা আমাদের পাপাসক্ত অন্তরকে পরম করুণাময়ের অনন্ত রহমতের বারিধারায় ধৌত করে মাগফিরাত ও নাজাত লাভ করতে পারি। তাই অনেক দিন থেকেই আমার মনে একটা তীব্র ইচ্ছা ছিল পবিত্র মাহে রমজানকে নিয়ে একটি নাশিদ লিখব। অবশেষে এই রোজায় সে স্বপ্নের বাস্তবায়ন হলো। ধর্মপ্রাণ মুসলমান তথা সর্বস্তরের মানুষ যেভাবে ‘খুশির চাঁদ’কে গ্রহণ করেছে তাতে আমি উচ্ছ্বসিত। গানটি আমি পৃথিবীর সকল ইমানদার-রোজাদার ভাই-বোনদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। ২০০৬ সালে ‘মুহরী নদী’ নামে একটি ছড়া ফেনীর স্থানীয় পত্রিকায় প্রথম প্রকাশ হওয়ার পর থেকে সাহিত্য সাধনায় নিরন্তর সক্রিয় রয়েছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘নিবন্ধিত নারী’, গবেষণাধর্মী রচনা ‘সাহিত্যে নোবেল : ভেতর বাহির’, সম্পাদনা কাব্যগ্রন্থ ‘তারুণ্যের শত কাব্য’ নন্দিত হয়েছে। প্রয়াত সংবাদিক ফেরদৌস আহমেদের হাত ধরে আদরের সাংবাদিকতার জীবন শুরু। বর্তমানে ত্রৈমাসিক ‘সময়ের জানালা’ সম্পাদনা করছেন। ‘সোসাইটি ফর এওয়ারনেস ফর সায়েন্স এ্যান্ড টেকনলজি’, ‘সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’, ‘হাঙ্গাস ফি ওয়াল্ড’ নামক প্রতিষ্ঠানে যুক্ত আছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নের পাশাপাশি স্বপ্ন দেখেন সাহিত্যের মাধ্যমে সমাজের অসঙ্গতিকে দূর করে আলোয় ভুবন ভরিতে দিতে। কাজের স্বীকৃতি হিসেবে একাধিক সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন আলাউদ্দিন আদর। তার মধ্যে ‘নয়াচাবুক’ নামক কার্টুন পত্রিকার আইডিয়া কার্টুন প্রতিযোগিতায় তিন বার দেশসেরা কার্টুনিস্টের পুরস্কার জেতেন।
×