ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইনী পরামর্শ ॥ এ্যাডভোকেট চিত্রা রায় সুপ্রীমকোর্ট, বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৯, ১৮ মে ২০১৮

  আইনী পরামর্শ ॥ এ্যাডভোকেট চিত্রা রায় সুপ্রীমকোর্ট, বাংলাদেশ

প্রশ্ন : আমি একজন সরকারী কর্মকর্তা, আমি চাকরিস্থলে থাকি। কিন্তু আমার স্বামী আমাকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করে। আমি জানতে পেরে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করি। মামলা বিচারাধীন রয়েছে। আমার কোন সন্তান হয়নি। স্বামী আমাকে তালাক প্রদান করে নাই। আমিও তালাক প্রদান করি নাই। মামলা চলাকালীন অবস্থায় আমি কি নতুন বিবাহ করতে পারব? এখন করণীয় কি? উত্তর : আপনার স্বামী আপনাকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করায় আপনি যে ফৌজদারি মামলা করেছেন, তা কি অভিযোগ এনে করেছেন তা উল্লেখ করেন নাই। তবুও যদি নারী ও শিশু দমন আইন ২০০৮-এ মামলা করে থাকেন অথবা যৌতুক আইনে কোন মামলা করে থাকেন তাহা সাক্ষ্য প্রমাণ দ্বারা নিষ্পত্তি হবে। আর যেহেতু আপনি লিখেছেন আপনার স্বামীও আপনি কেউ কাউকে তালাক প্রদান করেন নাই। শুধুমাত্র ফৌজদারি মামলা চলার অজুহাতে আপনি নতুন করে বিয়ে করতে পারবেন না। আর যেহেতু আপনি করণীয় বিষয় জানতে চেয়েছেন। সেক্ষেত্রে করণীয় উপদেশ হলো, আপনি আপনার স্বামীকে তালাক প্রদান করে ইদ্ধতকালীন সময় (৩ মাস পরে) নতুন করে বিবাহ করতে পারেন। সেক্ষেত্রে আপনা কর্তৃক দায়েরকৃত ফৌজদারি মামলা চলতে কোন বাধা থাকবে না।
×