ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গবেষণা

প্রকাশিত: ০৮:৩৪, ১৮ মে ২০১৮

গবেষণা

গাড়ির ব্যাটারি চার্জে রিভারব্যাংক স্মার্টফোনের আদলে গাড়ির ব্যাটারিও চার্জ করার সুযোগ দেবে পাওয়ার ব্যাংকটি। শুধু তা-ই নয়, একসঙ্গে ল্যাপটপ বা ট্যাবলেট কম্পিউটারসহ ছয়টি ডিভাইসও চার্জ করা যাবে। শুনতে অবাক লাগলেও আকারে ছোট ‘রিভার ব্যাংক’ নামের ডিভাইসটিতে রয়েছে ২৫ হাজার ৬০০ এমএএইচ (মিলিএ্যাম্পিয়ার আওয়ার) ক্ষমতার ব্যাটারি। ‘ইকোফ্লো’র তৈরি বহনযোগ্য পাওয়ার ব্যাংকটি মডেলভেদে কিনতে গুনতে হবে ৯৯ থেকে ১৯৯ ডলার। সূত্র : বিবিসি ওয়াইফাই প্রযুক্তির আর্টিফোন গিটার বা কি-বোর্ডে সুরের মূর্ছনা তুলতে পছন্দ করেন অনেকেই। কারও আবার পছন্দ পিয়ানো বা ভায়োলিন। আপনার যে বাদ্যযন্ত্রই পছন্দ হোক না কেন-সব কিছুই একসঙ্গে বাজানোর সুযোগ দেবে ‘ স্মার্ট আর্টিফোন’। এর সঙ্গে নতুন যুক্ত করা হয়েছে ওয়াইফাই প্রযুক্তি। বিশেষ ধরনের বাদ্যযন্ত্রটি কিনতে গুনতে হবে ৩৯৯ ডলার।
×