ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলিজা হোসেন - মুহাম্মদ ফরিদ হাসান

প্রকাশিত: ০৮:২৬, ১৮ মে ২০১৮

আলিজা হোসেন - মুহাম্মদ ফরিদ হাসান

আলিজা হোসেন তোমার চোখ আকাশের নীল হয়ে ভাসে খোঁচা খোঁচা দাড়ি, গোঁফ নিয়ে তুমি ঘুরে বেড়াও উ™£ান্ত, দিবালোকে বরিশালের কোনো এক গ্রাম হয়ে চিত্রলেখা মোড় তুমি যেন আরেক জীবনানন্দ দাশ কবিতার খোঁজে একা একা নিস্তব্ধতায় পার করো অনাগত বসন্ত, রোদের বিপুল করাঘাত। আলিজা হোসেন তোমার নামে এ শহরে আর কেউ থাকে না যে থাকে কবিতার সপ্তডিঙা নিয়ে সে থাকে মিছিলের মতো উজ্জ্বল স্রোতে তাকে আমরা কবি বলে ডাকি প্রাচীন বৃক্ষ থেকে বিস্ময়ে দেখি ডালপালা, সবুজ-হলুদ পাতা শেষে দেখি খোঁচা খোঁচা দাড়ি, গোঁফ নিয়ে উদ্ভ্রন্ত, দিবালোকে হারাচ্ছো তুমি প্রিয় আলিজা হোসেন...
×