ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এই দেশ এই সময়’ গ্রন্থে লেখক ড. হাবিব খান একেকটি অধ্যায়ে যে সমস্যার দৃশ্যপট তুলে এনেছেন তা- এই বর্তমান সময়ের একটি প্রতিচ্ছবি

এই দেশ এই সময়

প্রকাশিত: ০৮:২০, ১৮ মে ২০১৮

এই দেশ এই সময়

‘এই দেশ এই সময়’ নামে সদ্য প্রকাশিত প্রবন্ধ গ্রন্থটি ইতোমধ্যে পাঠক মহলে বেশ সাড়া জাগিয়েছে। প্রবন্ধকার ড. হাবিব খান অত্যন্ত সময়োচিত চিন্তার স্ফুরণকে উন্মোচিত করতে গিয়ে সমকালীন বেশকিছু সামাজিক ও পারিপার্শ্বিক সমস্যাকে চিহ্নিত করে তার লেখার প্রতিটি পঙক্তিকে একটি উপযোগী মাত্রায় উপস্থাপন করেছেন। শিক্ষা, পাঠ্যবই, রোহিঙ্গা সঙ্কট, অর্থনীতি, মাদক, ওষুধ শিল্পসহ বিশেষ কিছু বিষয়াবলীকে ১৪টি পর্বে খুবই নির্মোহ ভাবনায় ড. হাবিব খান তার রচনায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে যে অভিব্যক্তির আলোকচ্ছটা ছড়িয়েছেন তার নিরিখে প্রবন্ধগ্রন্থ ‘এই দেশ এই সময়’কে সাম্প্রতিক প্রেক্ষাপটের যে বৈপরীত্য সেই ছবিটা নিপুণভাবে ফুটে উঠেছে। ড. হাবিব খানের রচনা পাঠে এমন ধারণা পোষণ করবেন এমনটাই হবে বলে লেখককের বিশ্বাস। গ্রন্থভুক্ত লেখাগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন সাময়িকীতে প্রকাশ পেয়েছে- সব উল্লেখ গ্রন্থে রয়েছে। ‘এই দেশ এই সময়’ গ্রন্থে লেখক ড. হাবিব খান একেকটি অধ্যায়ে যে সমস্যার দৃশ্যপট তুলে এনেছেন তা- এই বর্তমান সময়ের একটি প্রতিচ্ছবি। ড. হাবিব খান তার দূরসম্পন্ন দৃষ্টিভঙ্গি, ভাবনা, চিন্তা ও মনন শৈলীকে একটি ফ্রেমে অন্তর্ভুক্ত করে যে দায়িত্ব পালন করেছেন। তাতে তিনি অবশ্যই সাধুবাদ পাওয়ার দাবি করতেই পারেন। এবং এক্ষেত্রে পাঠকের পক্ষ থেকে তা তিনি পাবেনও। যা তার লেখালেখির প্রত্যয়কে অবধারিতভাবে অনুপ্রাণিত করবে। ৯৬ পৃষ্ঠাব্যাপী ‘এই দেশে এই সময়’ গ্রন্থের প্রকাশনায় রয়েছে ভিন্নমাত্রা প্রকাশনী। চার রঙা জ্যাকেট কভার ও অফসেট পেপারে মুদ্রিত গ্রন্থটি ২০১৮ এর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। ইতোপূর্বে গ্রবেষণা ও অন্যান্য উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ ড. হাবিব খান একাধিক উল্লেখযোগ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। যা তাকে ভবিষ্যতে লেখালেখির ক্ষেত্রে আরও উৎসাহিত এবং তার ভাবনার স্তবককে করতে উদ্ভাসিত। মোহাম্মদ কুদ্দুস
×