ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শুনানিতে মুখোমুখি হচ্ছে এ্যাপল-স্যামসাং

প্রকাশিত: ০৮:০১, ১৮ মে ২০১৮

 শুনানিতে মুখোমুখি হচ্ছে এ্যাপল-স্যামসাং

আগের পাঁচটি পেটেন্ট নিয়ে তৃতীয় শুনানির জন্য ফের মুখোমুখি হতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট এ্যাপল ও দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং। দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি আইফোনে এ্যাপলের আনা একাধিক উদ্ভাবনী ফিচারের পেটেন্ট লঙ্ঘন করেছে, এমন সন্ধান পাওয়ার পর ২০১২ সালে এক বিচারক এ্যাপলের পক্ষে রায় দেন। এই রায়ে এ্যাপল ১০৫ কোটি ডলার জিতে নেয়। কিন্তু এ নিয়ে গ্যালাক্সি স্মার্টফোন নির্মাতাদের করা প্রথম আপীলের শুনানিতে এ্যাপলের জিতে নেওয়া অর্থের পরিমাণ কমিয়ে ৪০ কোটি ডলার করা হয়। কিন্তু এই জরিমানা কীভাবে গণণা করা হয়েছে তা জানতে সুপ্রীমকোর্ট রুল জারি করলে তা নিয়ে নতুন একটি শুনানির প্রয়োজন হয় বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। আপীলের রায় দেওয়া বিচারক লুসি কোহ- প্রথম মামলায় বিচারকের আসনে বসেছিলেন। তিনি বলেছেন, তিনি চান দুই প্রতিদ্বন্দ্বীর এই পেটেন্ট লড়াই নিয়ে একটি ‘গ্রাউন্ডহগ ডে’ রায় আসুক। -অর্থনৈতিক রিপোর্টার
×