ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন ব্যবস্থাপনায় ফারমার্স ব্যাংক

চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আইসিবির সঙ্গে চুক্তি

প্রকাশিত: ০৭:৫৯, ১৮ মে ২০১৮

চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আইসিবির সঙ্গে চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে নতুন ব্যবস্থাপনায় ফিরেছে বেসরকারী খাতের চতুর্থ প্রজন্মের দি ফারমার্স ব্যাংক লিমিটেড। সম্প্রতি চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সরকারী আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রতিষ্ঠানের সঙ্গে এক চুক্তির মাধ্যমে ব্যাংকটি পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। চুক্তি সই করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল্ মাসুদ, অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস্ উল ইসলাম, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম আজাদ (এফএফ) ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান প্রধান এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যবস্থপনা পরিচালক কাজী সানাউল হক। ফারমার্স ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মোঃ এহসান খসরু। জানা গেছে, ব্যাংকটি পুনর্গঠনের অংশ হিসেবে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক ১৬৫ কোটি টাকা করে মোট ৬৬০ কোটি টাকা এবং আইসিবি ৫৫ কোটি টাকাসহ সর্বমোট ৭১৫ কোটি টাকার মূলধনের জোগান দেবে। ফারমার্স ব্যাংকে অনুমোদিত মূলধন রয়েছে এক হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে ৪০১ কোটি টাকা পরিশোধিত মূলধন রয়েছে। ফলে ব্যাংকটিতে মূলধনের প্রায় ৬৪ শতাংশ থাকবে সরকারী পাঁচ প্রতিষ্ঠানের দখলে। এই পাঁচ প্রতিষ্ঠানের এমডিরা পদাধিকার বলে ফারমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে থাকবেন। বর্তমানে দুইটি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাস্ট ব্যাংক মিউচুয়্যাল ফান্ড ও বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড। ফারমার্স ব্যাংকের পর্ষদে ১২ উদ্যোক্তা পরিচালক ছিলেন। এর মধ্যে রেইসের চারজন বাদে বাকি ৮ জন ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তা পরিচালক পর্ষদ থেকে পদত্যাগ করেছেন।
×