ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউরোপিয়ান দেশগুলোতে পণ্য রফতানি করবে রেনেটা

প্রকাশিত: ০৭:৫৭, ১৮ মে ২০১৮

ইউরোপিয়ান দেশগুলোতে পণ্য রফতানি করবে রেনেটা

ওষুধ-রসায়ন খাতের কোম্পানি রেনেটার পরিচালনা পর্ষদ যুক্তরাজ্যে সহযোগী কোম্পানি স্থাপনের অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, যুক্তরাজ্য নিয়ন্ত্রক সংস্থা ইউ দেশগুলোতে রেনেটার পণ্য রফতানির সব প্রয়োজনীয়তা পূরণ করেছে। প্রসঙ্গত, এর আগে রেনেটা যুক্তরাজ্যের মেডিসিন এ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট এজেন্সি (এমএইচআরএ) কর্তৃক দুইটি ওষুধ বিক্রির অনুমোদন পেয়েছে। ওষুধ দুইটি হলোÑ হাইড্রোকার্টিসন ১০ মিলিগ্রাম এবং ২০ মিলিগ্রাম ট্যাবলেট ও কোলসিস্ইান ৫০০ মিলিগ্রাম ট্যাবলেট। জানা গেছে, যুক্তরাজ্যের মেডিসিন এ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস এজেন্সি (এমএইচআরএ) ওষুধ তৈরির জন্য কোম্পানিটির মিরপুর ও রাজেন্দ্রপুরের ফ্যাক্টরি অনুমোদন করেছে। কোম্পানিটি এরই মধ্যে যুক্তরাজ্য থেকে নিবন্ধন পেয়েছে। রেনাটা লিমিটেডের এই অর্জনকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার এভ্রিভিয়েশন নিউ ড্রাগ এ্যাপলিকেশন (এএনডিএএস)। =অর্থনৈতিক রিপোর্টার
×