ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বড় দরপতন

প্রকাশিত: ০৭:৫৭, ১৮ মে ২০১৮

পুঁজিবাজারে বড় দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রায় ৭৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪৯২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি ৯৩ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে ৩৯৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৫৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮ কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু হয় ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৬৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ইন্ট্রাকো রিফুয়েলিং, বিএসআরএম লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো, মুন্নু সিরামিক, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা ও কুইন সাউথ টেক্সটাইল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ কুইন সাউথ টেক্সটাইল, সাউথইস্ট লেকচার মিউচুয়াল ফান্ড, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ইভিন্স টেক্সটাইল, মুন্নু স্টাফলার, ইস্টার্ন কেবল, জিপিএইচ ইস্পাত, প্রিমিয়ার সিমেন্ট ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ প্রাইম লাইফ, মডান ডাইং, প্রগেসিভ লাইফ, জুট স্পিনার্স, পিপলস ইন্স্যুরেন্স, তুং হাই নিটিং, ইস্টার্ন ব্যাংক, এইচআর টেক্সটাইল, সি এ্যান্ড এ টেক্সটাইল ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫১ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৯৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, ইন্ট্রাকো রিফুয়েলিং, গ্রামীণ স্কীম-২, বিএসআরএম লিমিটেড, জিপিএইচ ইস্পাত, বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, গ্রামীণফোন ও বিবিএস ক্যাবল।
×