ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেস্টে টস বাতিল হতে পারে!

প্রকাশিত: ০৭:২১, ১৮ মে ২০১৮

টেস্টে টস বাতিল হতে পারে!

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটের জন্মলগ্ন থেকেই টস একটা বড় ভূমিকা রেখেছে। মাঠে নামার আগে এই টসভাগ্য নিয়েই প্রতিপক্ষ দুই দল বড় রকমের চিন্তাভাবনায় ডুবে থেকেছে। মাঠে নামার পর কি ঘটতে পারে তা এই টসে জয়-পরাজয় থেকেই অনেককিছু আগাম আভাস দেয়া যেত বিশ্লেষণে। কিন্তু এই ঐতিহ্য ভেঙ্গে ফেলার দিকে এবার এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্বাগতিক দল হওয়ার সুবিধা কমাতেই টস বাতিলের বিষয়টি নিয়ে বেশ গুরুত্ব সহকারে ভাবছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অবস্থা ও আরও কিছু বিষয় নিয়ে আগামী ২৮ ও ২৯ মে মুম্বাইয়ে আলোচনার টেবিলে বসবে আইসিসি ক্রিকেট কমিটি। যেখানে ২০১৯-২১ মৌসুমের চ্যাম্পিয়নশিপের জন্য বেশ কয়েকটি পরিবর্তন সুপারিশ করা হবে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, স্বাগতিক দল হওয়ার সুবিধা কমাতে টস বাতিলের ব্যাপারে আলোচনা করবে কমিটি। টসের নিয়মটি বাতিল হলে নতুন সিদ্ধান্ত অনুসারে সফরকারী দলই ঠিকই করবে তারা আগে ব্যাটিং করবে নাকি ফিল্ডিং।
×