ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শনিবার ভেরোনার বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন ইতালিয়ান কিংবদন্তি, অবসরের ব্যাপারে এখনও মুখ খোলেননি ৪০ বছর বয়সী এই গোলরক্ষক, চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায়ের পর রেফারিকে নিয়ে বাজে মন্তব্য করায় দুঃখ প্রকাশ

জুভেন্টাসকে বিদায় বললেন বুফন

প্রকাশিত: ০৭:২০, ১৮ মে ২০১৮

জুভেন্টাসকে বিদায়  বললেন বুফন

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে জুভেন্টাসকে বিদায় বললেন জিয়ানলুইজি বুফন। চলতি মৌসুম শেষেই ইতালিয়ান জায়ান্টদের সঙ্গে সম্পর্কের ইতি টানবেন তিনি। এর ফলে আগামী শনিবার ভেরোনার বিপক্ষে তুরিনে অনুষ্ঠিত ম্যাচটাই হবে জুভেন্টাসের জার্সিতে বুফনের শেষ ম্যাচ। বৃহস্পতিবার ইতালিয়ান কিংবদন্তি নিজেই নিশ্চিত করেছেন তা। তবে দীর্ঘ ১৭ বছরের ক্লাবকে বিদায়ের পর অন্য কোন ক্লাবে খেলবেন নাকি গ্লাভস জোড়া তুলে রাখবেন সে বিষয়ে এখনও কিছুই জানাননি বুফন। বৃহস্পতিবার তুরিনের জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শনিবার জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচটা খেলব। একটি রোমাঞ্চকর অভিযাত্রার সমাপ্তি টানার এটাই সেরা উপায়। কিছুদিন আগ পর্যন্তও জানতাম খেলা ছেড়ে দেব। কিন্তু এখন সামনে কিছু আকর্ষণীয় প্রস্তাব রয়েছে।’ বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মাঠ ও মাঠের বাইরের দায়িত্ব নেয়ার কয়েকটি প্রস্তাব পেয়েছেন বুফন। কিন্তু বুফন জানিয়েছেন, অন্য কোন ইতালিয়ান ক্লাবে যোগ দেবেন না তিনি। এ সময় বুফন আরও বলেন, ‘দুটি কাপসহ প্রেসিডেন্ট ও পুরো দল পাশে থাকবে, এটা হবে বিশেষ কিছু। জুভেন্টাস পরিবার ও পুরো ক্লাবকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।’ অবসর প্রসঙ্গে এখনও সুস্পষ্ট কিছুই বলেননি তিনি। তার মতে, ‘শনিবার আমি একটি ম্যাচ খেলব এবং এটাই এখন কেবল নিশ্চিত ব্যাপার। আন্দ্রে আগনেয়ির (ক্লাব প্রেসিডেন্ট) সঙ্গে আমরা সবসময় কথা বলছি। আমার জীবনে কি ঘটছে সব তিনি জানেন। তিনি একজন উপদেষ্টা, তার মত ছাড়া কোথাও যতে চাই না। শনিবারের পর আমি কিছুটা শান্ত হব, তারপর হয়তো কোন সিদ্ধান্ত নেব।’ জুভেন্টাস সভাপতি আন্দ্রে আগনেয়িরও বুফনের যে কোন সিদ্ধান্তের সঙ্গেই আছেন। তিনি বলেন, ‘সে যে সিদ্ধান্তই নিক না কেন, আমার পূর্ণ সমর্থন পাবে। মাঠে ও মাঠের বাইরে সে অনেক প্রস্তাব পেয়েছে।’ জুভেন্টাসের প্রেসিডেন্ট আন্দ্রে আগনেয়ি নিশ্চিত করেছেন অন্য ক্লাবগুলোর কাছ থেকে প্রস্তাব ভেবে দেখছেন বুফন, ‘তার যে কোন পছন্দে আমার পূর্ণ সমর্থন থাকবে। সে অনেক প্রস্তাব পেয়েছে, খেলোয়াড় হিসেবে ও মাঠের বাইরের কোন দায়িত্বেও। শেষ ম্যাচের জন্য তাকে শুভ কামনা। আমি শুধু এটুকু বলতে চাই, জিজি তোমাকে অনেক ধন্যবাদ।’ ২৩ বছরের ক্যারিয়ারে বুফন কেবল দুটি ক্লাবে খেলেছেন। পার্মায় শুরু করা এই গোলরক্ষক ৫২ মিলিয়ন ইউরোতে ২০০১ সালে যোগ দিয়েছিলেন ইতালিয়ান সিরি’এ লীগের জায়ান্ট ক্লাব জুভেন্টাসে। সবচেয়ে বেশি শিরোপাজয়ী গোলরক্ষকের মর্যাদা এখন তার। সমৃদ্ধশালী ক্যারিয়ারে বুফন ৯টি সিরি’এ জিতেছেন এবং ১৯৯৯ সালে হাতে নিয়েছেন উয়েফা কাপও। তবে তার সবচেয়ে বড় অর্জন ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরা। তবে এই ক্লাবে শেষটা হতাশায় কাটল তার। আরেকবার অধরা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপার হাতছানি পেয়েও ব্যর্থ হন বুফন। সর্বশেষ ২০১৫ ও ২০১৭ সালের ফাইনালে এই অপ্রাপ্তির দুঃখ ঘোচাতে পারেননি তিনি। এবারও সেমিফাইনালে অল্পের জন্য বিদায় নিতে হয়েছে তার দলকে। তাতে অবশ্য ভক্তদের ভালবাসায় কোন কমতি হয়নি। ১৭ বছর ধরে যিনি গোলপোস্টের নিচে দেয়াল গড়ে তুলেছেন, তাকে অফুরন্ত ভালবাসায় বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে ভক্ত-সমর্থকরা। জুভেন্টাসের জার্সিতে ৬৫৬তম ম্যাচে এক আবেগঘন বিদায়ের অপেক্ষায় বুফন। নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত বুফন ১ হাজার ৫০টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে সিরি’এ লীগ জিতেছেন ৯টি, কোপা ইতালিয়া জিতেছেন ৫টি, উয়েফা কাপ জিতেছেন ১টি, বিশ্বকাপ ট্রফি জিতেছেন ১টি। বিদায় বেলায় রেফারির কাছে দুঃখ প্রকাশ করলেন বুফন। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর যে রেফারিকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন তিনি। মাদ্রিদে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন জুভেন্টাসের গোলরক্ষক বুফন। সেই ম্যাচের শেষে ইংলিশ রেফারি মাইকেল অলিভারকে নিয়ে জুভেন্টাস অধিনায়ক বুফন বলেছিলেন, ‘ম্যাচের ৯৩তম মিনিটে এমন ঘটনায় পেনাল্টি দিতে পারেন না আপনি। তার (অলিভার) হৃদয়ের জায়গায় এক পুটলি আবর্জনায় ভরা। এভাবে একটা দলের স্বপ্ন গুঁড়িয়ে দিতে পারেন না আপনি। যদি সাহস না থাকে এবং চাপ সামাল দিতে না পারেন তাহলে চিপস খেতে খেতে গ্যালারিতে বসে খেলা দেখা উচিত ছিল তার।’ এমন মন্তব্যের জন্য ৪০ বছর বয়সী বুফনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগও তোলে উয়েফা। আগামী ৩১ মে এ নিয়ে শুনানি করবে সংস্থাটি।
×