ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার হকি লীগ

ওয়ান্ডারার্সের জালে আবাহনীর ১৩ গোল

প্রকাশিত: ০৭:১৯, ১৮ মে ২০১৮

 ওয়ান্ডারার্সের জালে  আবাহনীর ১৩  গোল

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ১৩-০ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন হকি লীগে টানা অষ্টম জয় কুড়িয়ে নিয়েছে সর্বাধিক পাঁচবারের লীগ শিরোপাধারী ঢাকা আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার ঢাকার গুলিস্তানের মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কৃষ্ণ কুমারের হ্যাটট্রিকে মাহবুব হারুনের দল তিন পয়েন্ট অর্জন করে। চলতি লীগে এটাই সর্বোচ্চ ব্যবধানের জয়ের নজির। আট ম্যাচের সবগুলোই জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী। সাত ম্যাচের সবগুলো জিতে মেরিনার ইয়াংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ২১ করে পয়েন্ট নিয়ে যুগ্মভাবে আছে দ্বিতীয় স্থানে। ম্যাচের দ্বাদশ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে দলকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। পরের মিনিটে তাজউদ্দিন আহমেদ তিনজনকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করলে ব্যবধান দ্বিগুণ হয়। ষোড়শ মিনিটে আরশাদ হোসেনের ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়ে। ২৩ মিনিটে মোহাম্মদ মহসিনের আড়াআড়ি পাস থেকে পাওয়া বল নিয়ে ভেতরে ঢুকে জোরালো হিটে লক্ষ্যভেদ করেন মুসা মিয়া। পরের মিনিটে কৃষ্ণর ফিল্ড গোলে স্কোরলাইন হয় ৫-০। দ্বিতীয়ার্ধে গোলবন্যা অব্যাহত থাকে আবাহনীর। ৪৯ মিনিটে মোহাম্মদ মহসিন, ৫৩ মিনিটে তাজউদ্দিনের লক্ষ্যভেদের পর ৫৫ মিনিটে তাহের আলিকে বল বাড়িয়ে সার্কেলে ঢুকে পড়েন কৃষ্ণ। ফিরতি বল কোনাকুনি হিটে জালে জড়িয়ে ৮-০ করেন তিনি। ৬৭ মিনিটের ফিল্ড গোলে হ্যাটট্রিক পূরণ করেন কৃষ্ণ। এছাড়া দ্বিতীয়ার্ধে মালয়েশিয়ার ফরোয়ার্ড গুনাসেকার মালায়ালান দুটি, মহসিন ও আরশাদ একটি করে গোল করেন। অপর ম্যাচে এ্যাজাক্স এসসি ৫-৩ গোলে পুলিশ হকি ক্লাবকে হারায়। এ্যাজাক্সের লক্ষীন্দর সিং জোড়া গোল করেন। ইমতিয়াজ রুবেল, নাজমুল হাসান ও গুরপ্রিত সিং ১টি করে; পুুলিশের মোহাম্মদ আলিফ, নাহিদ চৌধুরী এবং জিয়াউর রহমান ১টি করে গোল করেন।
×