ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি২০তেও হার দিয়ে শুরু বাংলাদেশের

প্রকাশিত: ০৭:১৯, ১৮ মে ২০১৮

টি২০তেও হার দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরে একের পর এক ম্যাচ হেরেই চলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের কাছে প্রথম টি২০তেও ১৭ রানে হেরেছে বাংলাদেশ। তাতে করে তিন ম্যাচের টি২০ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কিম্বার্লির ডায়মন্ড ওভালে প্রথম টি২০ অনুষ্ঠিত হয়। টস জিতে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। খুব বেশি সুবিধা করতে পারেনি। খাদিজা-তুল-কুবরা (৩/২৩) ও রুমানা আহমেদের (২/১৯) দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৭ রানের বেশি করতে পারেনি। ওপেনার লিজেল লি সর্বোচ্চ ৪৬ রান করতে পারেন। আরেক ওপেনার লওরা ওলভার্ট করেন ৩০ রান। সুন লুসের ব্যাট থেকে আসে ২৮ রান। দুই ওপেনার মিলে যে ৭৭ রানের জুটি গড়েন, সেখানেই প্রোটিয়ারা এগিয়ে যায়। এরপর শেষ ১০ ওভারে কুবরা ও রুমানার বোলিং দ্যুতিতে ৫০ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। তবে এই রানই বাংলাদেশের জন্য অনেক বেশি হয়ে ধরা দেয়। ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১১০ রান করতে পারে বাংলাদেশ। রুমানা ৩৬ ও ফারজানা হক ৩৫ রান করেন। দুইজন মিলে তৃতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে ম্যাচ জেতানোর আশা জাগান। কিন্তু দলীয় ৮৬ রানে রুমানা ও ৯৫ রানে ফারজানা আউট হওয়ার পর আশা শেষ হয়ে যায়। সাবনিম ইসমাইল ৩ উইকেট নেন। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ইনিংস ॥ ১২৭/৬; ২০ ওভার (লি ৪৬, ওলভার্ট ৩০, লুস ২৮; কুবরা ৩/২৩)। বাংলাদেশ ইনিংস ॥ ১১০/৫; ২০ ওভার (রুমানা ৩৬, ফারজানা ৩৫, ফাহিমা ১২*; সাবনিম ৩/১৯)। ফল ॥ বাংলাদেশ ১৭ রানে পরাজিত।
×