ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অস্ত্র-গুলি সঙ্কটে শূটিং

প্রকাশিত: ০৭:১৮, ১৮ মে ২০১৮

অস্ত্র-গুলি সঙ্কটে শূটিং

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ত্র আর গুলির সঙ্কটে পড়েছে সাফল্যের ধারায় থাকা বাংলাদেশের শূটিং। টাকা থাকলেও নানা জটিলতায় অস্ত্র এবং গুলি কিনতে পারছে না বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশন। আবেদনের পর বারবার তাগিদ দিয়েও মিলছে না সমাধান। তাই হতাশ ফেডারেশন কর্তারা। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের উপস্থিতি বরাবরই সাফল্যময় বাংলাদেশ শূটিংয়ের। এশিয়ান গেমস আর কমনওয়েলথে অন্যান্য ডিসিপ্লিনে ব্যর্থ হলেও শূটিংয়ে স্বর্ণজয়ের মতো বড় অর্জন আছে দেশের শূটারদের। এবারের কমনওয়েলথ গেমসেও দেশের মুখ উজ্জ্বল করেছে শূটাররা। দুই ইভেন্টের রৌপ্য জিতে পদক তালিকায় বাংলাদেশের নাম তুলেছেন দুই শূটার আবদুল্লাহ হেল বাকি এবং শাকিল আহমেদ। কিন্তু এই শূটাররাই পাচ্ছেন না মানসম্মত সরঞ্জাম। পদকজয় করা শাকিল গোল কোস্ট কমনওয়েলথে খেলেছেন ১৫ বছর আগের পিস্তল নিয়ে। দ্রুতই ফুরিয়ে যাচ্ছে ফেডারেশনের হাতে থাকা গুলি। এখনই অনুমোদন না পেলে সামনের অনুশীলন ক্যাম্পই বন্ধ হওয়ার শঙ্কায় ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। সরকারের অনুমোদন না পাওয়ায় আটকে আছে অস্ত্র ও গুলি আমদানির প্রক্রিয়া। শূটিংয়ের জন্য অস্ত্র আমদানির প্রক্রিয়া সহজ এবং দ্রুত করার দাবি ফেডারেশন কর্তার। তাহলে যথাসময়ে অনুশীলন করে আন্তর্জাতিক গেমসের জন্য তৈরি হতে পারবে শূটাররা।
×