ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুশীলন শুরু করেছেন সেলেসাও তারকা, মেসি-রোনাল্ডোকে হত্যার হুমকি জঙ্গীগোষ্ঠীর

ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে চান নেইমার

প্রকাশিত: ০৭:১৮, ১৮ মে ২০১৮

ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে চান নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর আগে বিশ্বকাপের দুঃস্মৃতি এখনও ভুলতে পারেনি ব্রাজিলিয়ানরা। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে পিঠে আঘাত পেয়ে মাঠ ছাড়েন নেইমার। দলের সেরা তারকার অনুপস্থিতিতে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিধ্বস্ত হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার রাশিয়া বিশ্বকাপে সেই ক্ষত জুড়ানোর স্বপ্ন বুনছে পেলের দেশ। এ্ই মিশনে প্রধান ভরসা নেইমারই। সেই কিনা আবারও গুরুতর চোটে পড়েছিলেন। ক্লাব দল পিএসজির হয়ে ফরাসী লীগ ওয়ানের ম্যাচে মার্শেইয়ের বিরুদ্ধে আঘাত পান সাবেক বার্সিলোনা তারকা। যে কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় সময়ের অন্যতম সেরা তারকাকে। তবে এই ইনজুরি নাকি পিএসজি তারকার জন্য শাপেবর হয়েছে। সর্বকালের অন্যতম সেরা তারকা পেলে বলেছিলেন, এতে করে বিশ্বকাপের আগে নেইমার পরিপূর্ণভাবে ফিরতে পারবেন। অবশেষে সেটাই হতে চলেছে। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। আর ফিরেই বিশ্বকাপ জয়ের হুঙ্কার ছেড়েছেন বর্তমানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সবচেয়ে বড় তারকা। বিরতির সময় নিজেকে আরও আত্মবিশ্বাসী করেছেন নেইমার। আত্মবিশ্বাসী এই তারকা বিশ্বকাপ জিততে কতটা মুখিয়ে আছেন, সেটা তার কথাতেই স্পষ্ট। এক সাক্ষাতকারে নেইমার বলেন, মাঠে ফুটবল খেলাটাই আমাকে উৎসাহ জোগায়। আমার আনন্দের উৎস ফুটবলই। বিশ্বকাপ বিশ্বের সেরা টুর্নামেন্ট। আমি শুধু এ আসরে খেলে যেতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই। কাপটা আমারই হওয়া চাই। মাত্রই ইনজুরি থেকে ফিরে আসা এই তারকা এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অনুশীলনে নেমে বেশ ভালই লাগছে। ইতোমধ্যে বল নিয়ে অনুশীলন শুরু করেছি এবং নিজেকে মানিয়ে নিতে পারছি। যদিও আমার মধ্যে কিছুটা ভয় কাজ করছে। তবে আমি নিজেকে ধীরে ধীরে ফেরানোর চেষ্টা করছি। রাশিয়া বিশ্বকাপে গ্রুপপর্বে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিল খেলবে ‘ই’ গ্রুপে। এটা আপনাকে স্বীকার করতেই হবে সময়ের অন্যতম সেরা তারকা নেইমার। দেশ ও ক্লাবের জার্সিতে সম্ভাব্য সব শিরোপাই জেতা হয়ে গেছে তার। শুধু বাকি স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। ২০১৪ সালে নিজ দেশে সেমিফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে এবার ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অধরা স্বপ্ন পূরণ করতে চান ২৬ বছর বয়সী এই সুপারস্টার। এবারের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করে ব্রাজিল। রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সবার আগে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে। কোচ টিটে দলকে গড়ে তুলেছেন দুর্দান্তভাবে। একই পজিশনে একাধিক চৌকস খেলোয়াড় থাকায় আসছে বিশ্বকাপে হট ফেবারিট পেলের দেশ। তাইতো স্বপ্ন বুনতে শুরু করেছেন নেইমারও। সাফল্যের পরিসংখ্যানে এমন অবস্থা ব্রাজিল মানেই সেরা হওয়া। ‘দ্বিতীয়’ হওয়াটাকেও দেশটি ব্যর্থতা হিসেবে মনে করে। ১৯৭০ সালে বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ দুইযুগ পর ১৯৯৪ সালে আবারও বিশ্বকাপ জেতে জাগো বনিতোরা। আধুনিক যুগে এসে এ সময় থেকেই মূলত দেশটি অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ১৯৯৪ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা তিন বিশ্বকাপে ১২ বছর বিস্ময়কর সাফল্য দেখায় ব্রাজিলিয়ানরা। এ সময়ের তিনটি বিশ্বকাপের প্রতিটিতেই ফাইনালে খেলে ব্রাজিল এবং দু’টিতে চ্যাম্পিয়ন হয়। এমন আকাশচুম্বী সাফল্যের পর ব্রাজিল দল যেন সবার ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এ কারণেই ২০০৬ বিশ্বকাপে ‘হেক্সা’ জয়ের স্বপ্ন নিয়ে জার্মানি পাড়ি জমায় লুই ফিলিপ সোলারির দল। এ সময় রোনাল্ডিনহোরা এতটাই ফর্মের তুঙ্গে অবস্থান করছিলেন যে বিশ্বকাপ জয় করা নিয়ে কোন সংশয় ছিল না। কিন্তু চূড়ান্ত লড়াইয়ে খেই হারিয়ে বিদায় নিতে হয় ব্রাজিলকে। এরপর দলের দায়িত্ব দেয়া হয় ১৯৯৪ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গাকে। ২০০৯ সালে কনফেডারেশন্স কাপ জয় করে তিনিও স্বপ্ন দেখিয়েছেন ষষ্ঠ শিরোপা জয়ের। কিন্তু দলের সেরা ফুটবলারদের বিশ্বকাপে না এনে তথাকথিত ‘শ্রমিক’ দিয়ে শিল্পকর্ম করতে যেয়ে ব্যর্থ হন তিনি। এরপর স্বাভাবিকভাবেই অপসারিত হতে হয় এই লৌহমানবকে। ২০১৪ বিশ্বকাপে নিজ দেশে ব্যর্থ হয় পেলের দেশ। টানা তিন বিশ্বকাপে ব্যর্থ হওয়া ব্রাজিলের এখন পাখির চোখ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। এদিকে রাশিয়া বিশ্বকাপে সন্ত্রাসী হামলার হুমকি অনেকদিন ধরেই দিয়ে আসছে জঙ্গীগোষ্ঠী আইএস। এবার বিশ্বকাপ শুরুর আগ দিয়ে ফুটবলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গীগোষ্ঠীটি। তাদের নতুন প্রকাশ করা এক ছবিতে দেখা যাচ্ছে, আইএসের দুই সদস্য মেসি ও রোনাল্ডোর গলা কেটে ফেলছে। সেটাও আবার দর্শকভরা এক ফুটবল স্টেডিয়ামে। এ ছবির সঙ্গে ক্যাপশন হিসেবে লেখা হয়েছে, ‘মাঠ ভর্তি হয়ে যাবে তোমাদের রক্ত দিয়ে।’ আরও একটি ছবি প্রকাশ করে রাশিয়া বিশ্বকাপে সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দেয়া হয়েছে। যেখানে দেখা যায়, আইএসের এক জঙ্গী স্টেডিয়ামের বাইরে বোমা নিয়ে অপেক্ষা করছে। এই ছবির সঙ্গে বার্তা হিসেবে লেখা হয়েছে, ‘ফিফা রাশিয়া বিশ্বকাপ ২০১৮ জয় আমাদেরই হবে।’
×