ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় নীতিকে ‘স্বার্থপর’ বললেন মার্ক ওয়াহ

প্রকাশিত: ০৭:১৮, ১৮ মে ২০১৮

ভারতীয় নীতিকে ‘স্বার্থপর’ বললেন  মার্ক ওয়াহ

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়াতে এর আগে যে কয়টি দিবারাত্রির টেস্ট হয়েছে সবগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ কারণে গোলাপী বলের টেস্ট খেলার পরীক্ষা-নিরীক্ষা চালিয়েই যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবার নবেম্বরে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফর করবে। ২১ নবেম্বর সফরে গিয়ে শুরুতে ৪টি টেস্ট এবং পরে ৩ টি২০ ও ৩ ওয়ানডের সিরিজ খেলবে বিরাট কোহলির দল। টেস্ট সিরিজের শুরুতেই ৬ ডিসেম্বর এ্যাডিলেডে একটি দিবারাত্রির টেস্ট রেখেছিল সিএ। কিন্তু দিবারাত্রির টেস্ট খেলতে নারাজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা অস্ট্রেলিয়া জুড়ে। অসি জাতীয় দলের নির্বাচক ও সাবেক ওপেনার মার্ক ওয়াহ বিসিসিআইয়ের এই প্রত্যাখ্যানকে ‘স্বার্থপরতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। ক্রমেই দিবারাত্রির টেস্ট বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। এ জন্য ব্যবহার করতে হয় বিশেষ গোলাপী রংয়ের বল। এই গোলাপী বল নিয়ে এখন পর্যন্ত বিতর্ক শেষ হয়নি। এখন পর্যন্ত ভারতীয় দল কোন গোলাপী বলের টেস্টও খেলেনি। এবার তাদের এ্যাডিলেডে সুযোগ ছিল দিবারাত্রির টেস্টে যাত্রা শুরু করার। বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টেই গোলাপী বলে খেলার প্রস্তাব রেখেছিল সিএ। কিন্তু গোলাপী বলে টেস্ট খেলার বিষয়টি নাকচ করে দেয় ভারত। এই প্রত্যাখ্যানের মূলে রয়েছে দিবরাত্রির টেস্টে ব্যবহৃত গোলাপী বলের গুণাগুণ নিম্নমানেরÑ এমনটাই দাবি বিসিসিআইয়ের। অস্ট্রেলিয়া দল এখন পর্যন্ত ৪টি দিবারাত্রির টেস্ট খেলেছে ২০১৫ সাল থেকে, এর মধ্যে এ্যাডিলেডে খেলা তিন টেস্টেই জয় তুলে নিয়েছে। অন্য ম্যাচও জিতেছে তারা। তাই সিএ স্বাভাবিকভাবেই দিবারাত্রির টেস্টে আগ্রহী। কিন্তু ভারতের এই প্রত্যাখ্যানে বেশ রুষ্ট হয়েছে সিএ। এমনকি আগামী ৩১ আগস্টের পর নির্বাচকের ভূমিকা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়া মার্ক ওয়াহও বিষয়টি মেনে নিতে পারছেন না। তিনি বলেন, ‘এই সিদ্ধান্তটা শুধু হতাশাজনকই নয়, টেস্ট ক্রিকেটের ক্রমান্বয়ে জনপ্রিয়তা হ্রাসের সময়ে একটি স্বার্থপরতার নমুনা। ভারতের কাছ থেকে এরকম সিদ্ধান্ত সত্যিই অবাক করা, কারণ আমরা নতুন করে টেস্ট ক্রিকেটকে সেরা ফরমেট হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’ সিএ মনে করে দিবারাত্রির টেস্টগুলো টেলিভিশন স্বত্বের ক্ষেত্রেও অনেক বেশি আগ্রহের বিষয়বস্তু। টি২০ ক্রিকেটের ক্রমবর্ধমান আগ্রাসী জনপ্রিয়তার যুগে এটিই একমাত্র উপায় টেস্ট ক্রিকেটের আকর্ষণ ধরে রাখার। ওয়াহ বিশ্বাস করেন অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডই সেই জায়গা যেখানে সবসময় টেস্ট ক্রিকেট ভালভাবে বেঁচে থাকে। তিনি বলেন, ‘কিছু দেশে দিবারাত্রির টেস্ট ক্রিকেট এমনভাবে নাড়া দিয়েছে যে মনে হচ্ছে যেখানে এই ফরমেটের অবস্থান হওয়া উচিত সেখানেই ফিরতে পারে এর মাধ্যমে। ভারতীয় দল দিবারাত্রির টেস্ট খেলার জন্য খুবই ভালভাবে খাপ খেয়ে যায়। তাদের খুব ভাল পেসার আছে এখন, তাই শুধু স্পিনারদের ওপর ভরসা করার প্রয়োজন নেই। তাছাড়া কৌশলগতভাবে অনেক ভালমানের ব্যাটসম্যান আছে তাদের। সুতরাং এই খেলার দারুণ কিছু হওয়ার জন্য আমি এরকম দিবারাত্রির টেস্ট ম্যাচ অনেক হোক এটাই চাইব।’
×