ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাহমুদুল্লাহর কাছে আফগান সিরিজটা চ্যালেঞ্জিং

প্রকাশিত: ০৭:১৭, ১৮ মে ২০১৮

মাহমুদুল্লাহর কাছে আফগান সিরিজটা চ্যালেঞ্জিং

স্পোর্টস রিপোর্টার ॥ জুনের প্রথম সপ্তাহে ৩, ৫ ও ৭ জুন ভারতের দেরাদুনে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজ হবে। সিরিজটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং সিরিজ হিসেবেই ধরা দিচ্ছে। টি২০তে আফগানিস্তান যে অন্যরকম দল। বাংলাদেশ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদও তাই মনে করছেন। তিনি বলেছেন, ‘আমরা অলরেডি ভিডিও ফুটেজ দেখেছি। যদিও আমি মুজিবকে (জাদরান) এখনও ফেস করিনি। রশীদ খানকে খেলা হয়েছে। এর আগে যখন হোম কন্ডিশনে আফগানিস্তানের সঙ্গে খেলেছি, তখন খেলেছি আমরা। আমার মনে হয় আগেও বলেছি ওদের বোলিং এ্যাটাকের যে ভ্যারাইটিটা আছে, আমাদের ব্যাটিং ডেপথের ওই ক্যাপাবিলিটি আছে যে, ওদের বোলারদের ফেস করা এবং রাইট ওয়েতে নিজেদের এ্যাপ্লাই করা। চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে।’ সঙ্গে এও যোগ করেন মাহমুদুল্লাহ, ‘আপনি যদি র‌্যাঙ্কিং দেখেন ওরা আটে, আমরা দশে। আমার মনে হয় আমাদের জন্য ভাল একটা সুযোগ।’ আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ একটি টি২০ খেলেছে। সেটি ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে। প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়ে ৯ উইকেটের বড় ব্যবধানেই জিতেছে বাংলাদেশ। সঙ্গে ৫টি ওয়ানডে খেলে ৩টিতে জিতেছে। ২টিতে হেরেছে বাংলাদেশ। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় মুখোমুখি হওয়া ছাড়া বাকি সবকটি ম্যাচ খেলেছে দেশের মাটিতে। ২০১৬ সালের সেপ্টেম্বর-অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও দেশের মাটিতে খেলেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে জিতেছে। এবারই প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সেটি হবে ভারতের দেরাদুনে। যেটি আফগানিস্তানের ‘হোম’ ভেন্যু। যেহেতু আফগানিস্তানে গিয়ে কোন দল খেলবে না তাই দেরাদুনকে আফগানরা নিজেদের ‘হোম’ ভেন্যু বানিয়েছে। যেমন পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে বানিয়েছে। দেরাদুন স্টেডিয়ামটি একেবারে নতুনভাবে করা হয়েছে। নতুন ভেন্যুতে কেমন ব্যাটিং, কেমন বোলিং হবে; তা দুই দলের কাছেই নতুন। তাই বাংলাদেশের জন্য যেমন অসুবিধার। তেমনি আফগানিস্তানের কাছেও অসুবিধার। তবে আফগানদের দুই স্পিনার রশীদ ও মুজিব এখন আলো ছড়াচ্ছেন। আইপিএলে লেগস্পিনে রশীদ ও অফস্পিনে মুজিব ঝলক দেখাচ্ছেন। স্পিনবান্ধব উইকেট হলে এ দুই স্পিনারের মুখোমুখি হতে হবে বাংলাদেশ ব্যাটসম্যানদের। ভাল কিছু করে দেখানোও তখন কষ্টকর হয়ে উঠতে পারে। এ নিয়ে বাংলাদেশ শিবিরেও আছে আতঙ্ক। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এ নিয়ে কোন আতঙ্কই দেখছেন না। বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনুশীলন চলছে এখন। সাংবাদিকদের বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জের সামনে মাহমুদুল্লাহ বলেছেন, ‘ব্যাটসম্যানদের দায়িত্ব থাকবে যেন আমরা ভাল করে পারফর্ম করতে পারি এবং বোলারদের ভাল একটি ফিডব্যাক দিতে পারি। কারণ আমরা জানি ওদের বোলিংয়ে ভাল ভ্যারাইটি আছে। আমার মনে হয় খুব ভাল একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে আমাদের জন্য।’ টি২০ ক্রিকেটে অবশ্য ছোট্ট-বড় দল বলে কিছু মনে করেন না মাহমুদুল্লাহ, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি টি২০ ফরমেটে আপনার বড় টিম, ছোট টিম বলতে কিছু নেই। পার্টিকুলার ডে’তে যে কোন টিম যে কাউকে আপনি যদি ভাল পারফর্ম করেন গিভেন ডে’তে আপনি যে কাউকে হারাতে পারবেন। বলার অপেক্ষা রাখে না আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে আফগানিস্তান হোক, ভারত কিংবা অস্ট্রেলিয়া যে কারও সঙ্গেই খেলি না কেন। এই ছোট ফরমেটে যেহেতু কামব্যাক করার সুযোগ খুবই কম, শুরুটা আমাদের ভাল করতে হবে। প্রতিটি সেক্টরে আমাদের ভাল করতে হবে।’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? মাহমুদুল্লাহ সেটিও জানিয়ে দিলেন, ‘আমি যেটা আগে বললাম, আমাদের ব্যাটিং ডেপথটা যেহেতু আছে ওইটার ওপরে আমাদের জোর দিতে হবে। আর আমাদের বোলিং বিভাগও ভাল করছে। সাকিব (আল হাসান) আছে, (নাজমুল ইসলাম) অপু আছে, (মেহেদী হাসান) মিরাজ আছে; আমাদের বোলিংয়েও ভ্যারাইটি আছে। যদি বোলিং স্ট্রেংথের কথা বলেন, ওদের স্ট্রেংথ আমাদের স্ট্রেংথ ভিন্ন। ওইটা নিয়ে বরঞ্চ মাথা না ঘামিয়ে আমরা আমাদের স্ট্রেংথগুলোর দিকে ফোকাস করে যেন যেভাবে নিদাহাস ট্রফিতে ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেলেছি, সেই জিনিসগুলো যদি এ্যাপ্লাই করতে পারি তাহলে ইতিবাচক ফলাফল আশা করতে পারি।’ বোলিং নিয়ে আপনার কোন পরিকল্পনা আছে কী? মাহমুদুল্লাহ জানান, ‘নিদাহাস ট্রফিতে তো আমি মোটামুটি রেগুলার বোলিং করেছি। যেহেতু এখন একটা ব্রেক থেকে এসে মাত্র ক্যাম্প শুরু করলাম, এখন শুধু ফিটনেস ও ব্যাটিং নিয়ে কাজ করছি। কিছুদিনের মধ্যে বোলিং স্টার্ট করব।’ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। ক্যাম্পটি মূলত ওয়েস্ট ইন্ডিজ সফরকে মাথায় নিয়েই হচ্ছে। ক্রিকেটারদের মাথায় কী সেটা আছে? মাহমুদুল্লাহ বলেন, ‘অবশ্যই ব্যাক অব দ্য মাইন্ডে আছে। বাট আপাতত সাদা বলের দিকে ফোকাস করছি টি২০’র যে সিরিজটা। আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা সিরিজ। স্টেপ আপ ইন দ্য র‌্যাঙ্কিংস অব টি২০। সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সিরিজ।’
×