ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্টর্মি ড্যানিয়েলকে অর্থ দেয়ার কথা স্বীকার করলেন ট্রাম্প

প্রকাশিত: ০৭:১১, ১৮ মে ২০১৮

স্টর্মি ড্যানিয়েলকে অর্থ দেয়ার কথা স্বীকার করলেন ট্রাম্প

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলকে দেয়ার জন্য আইনজীবীর হাতে কত অর্থ দিয়েছিলেন সেটি আনুষ্ঠানিকভাবেই প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে তার আর্থিক বিবরণীতে স্টর্মি ড্যানিয়েলকে অর্থ দেয়ার কথা বিবরণ দিতে হয়েছে বলে অফিস অব গবর্নমেন্ট এথিকস জানিয়েছে। ট্রাম্প তার আইনজীবী মাইকেল কোহেনকে ২০১৬ সালের জন্য যে অর্থ দিয়েছিলেন তার পরিমাণ এক লাখ থেকে আড়াই লাখ ডলারের মধ্যে। ট্রাম্প এর আগে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার দেয়ার কথা কখনও স্বীকার করেননি। এখন ওই ফাইলে একটি ফুটনোট যোগ করে হোয়াইট হাউসের কাজে স্বচ্ছতার স্বার্থেই এটি করতে হয়েছে। অফিস অব গবর্নমেন্ট এথিকস-এর প্রধান ডেপুটি এ্যাটর্নি জেনারেলকে দেয়া এক চিঠিতে লিখেছিলেন যে, কোহেনের মাধ্যমে যেসব অর্থ শোধ হয়েছে সেগুলো জানাতে হবে। স্টর্মিকে দেয়া অর্থের বিষয়টি একটি আইনগত সমস্যা তৈরির করতে পারে, এমন শঙ্কা ছিল। কারণ এটিকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে একটি অবৈধ ব্যয় হিসেবে দেখা যেতে পারত। -বিবিসি
×