ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় যুদ্ধ থামাতে ইউরোপকে এগিয়ে আসতে হবে ॥ মেরকেল

প্রকাশিত: ০৭:১১, ১৮ মে ২০১৮

সিরিয়ায় যুদ্ধ থামাতে ইউরোপকে এগিয়ে আসতে হবে ॥ মেরকেল

জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল শনিবার সেন্ট ফ্রান্সিসের জন্মস্থান ফ্রান্সিসকান মনকস থেকে দেয়া এক শান্তি পুরস্কারগ্রহণ অনুষ্ঠানে বলেন, সিরিয়া যুদ্ধ শেষ করতে হলে ইউরোপকে আরও বেশি কিছু করা প্রয়োজন।- ইয়াহু নিউজ। মেরকেলকে ফ্রান্সিসকান অর্ডারর্স ল্যাম্প অব পিস দেয়া হয়। অতীতে এই পুরস্কারটি যারা পেয়েছিলেন তারা হলেন, পোলিশ প্রেসিডেন্ট লিচ ওয়ালেসা, দালাইলামা, প্রয়াত ইসরাইলী প্রেসিডেন্ট শিমন পেরেজ ও কলোম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস। বেসিলিকায় দেয়া এক বক্তৃতায় মেরকেল সিরিয়া যুদ্ধকে আমাদের সময়ে সর্ববৃহৎ মানবিক বিপর্যয়কর ঘটনাগুলোর একটি হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন, এই যুদ্ধ শেষ করতে রাজনীতিবিদদের কঠোর পরিশ্রম করতে হবে। এই সংঘাত আঞ্চলিক স্বার্থে, ধর্মীয় সংঘাতের একটি বিষয় হয়ে উঠেছে।
×