ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাড়ে চার কোটি টাকার স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ০৭:০৭, ১৮ মে ২০১৮

সাড়ে চার কোটি টাকার স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একটি বিমানের আসনের নিচ থেকে সোয়া ৯ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার ফাহমিদা মাহজাবীন জানান, বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৮৭ নম্বর ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। স্বর্ণের বারগুলোর বাজারমূল্য প্রায় চার কোটি ৬৪ লাখ টাকা। ফাহমিদা মাহজাবীন আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানে তল্লাশি চালিয়ে একটি (নং-এফ ৩০) আসনের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো প্যাকেটে এসব পাওয়া যায়। প্যাকেটে ৮০টি সোনার বার ছিল। যার প্রতিটির ওজন ১০ তোলা করে। মোট ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ। এ ঘটনায় শুল্ক আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
×