ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় ফল বিপর্যয়

জাপার মেয়র প্রার্থীকে দল থেকে বহিষ্কার

প্রকাশিত: ০৭:০৬, ১৮ মে ২০১৮

জাপার মেয়র প্রার্থীকে দল থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার ॥ সদ্যসমাপ্ত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে শোচনীয় পরাজয়ে ক্ষুব্ধ জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মেয়র প্রার্থী এসএম মুশফিকুর রহমানকে দল থেকে অব্যাহতি দিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে বুধবার খুলনা মহানগর কমিটিও বিলুপ্ত করেন এইচ এম এরশাদ। খুলনায় দলের এ লজ্জাজনক পরাজয়ে দলের শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জাপা সূত্র জানায়, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে শোচনীয় এ পরাজয়ে ক্ষুব্ধ হয়ে রংপুরে থেকে ঢাকায় এসেই বুধবার বেলা ১২টার দিকে দলের মহাসচিবসহ শীর্ষনেতাদের এরশাদ তার বারিধারার বাসভবনে তলব করেন। বৈঠকেই মুশফিকুরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
×