ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারের সদিচ্ছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় ॥ খন্দকার মাহবুব

প্রকাশিত: ০৬:২৭, ১৮ মে ২০১৮

সরকারের সদিচ্ছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় ॥ খন্দকার মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ সরকারের সদিচ্ছা ছাড়া কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার বিকেল নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভাল নয়, তার উন্নত চিকিৎসার প্রয়োজন। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হচ্ছে। বিভিন্ন মামলায় জড়িয়ে খালেদা জিয়াকে কারাগারেই রাখার চেষ্টা চলছে। এক্ষেত্রে সরকারের সদিচ্ছা না থাকলে কোনভাবেই তাকে মুক্ত করা সম্ভব নয়। বিকেল ৪টার দিকে খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন চার আইনজীবী। অন্য আইনজীবীরা হলেন- এ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদ-াদেশ দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন। কারাবন্দী হওয়ার পর দফায় দফায় বিএনপির সিনিয়র নেতা, পরিবারের সদস্য ও আইনজীবীরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। কারাগারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অসুস্থ হলে ডাক্তারদের পরামর্শে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে একদিন বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়েও নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে বোর্ড গঠন করে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়াকে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান ও গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসার দাবি জানানো হয়। প্রথম রোজায় খালেদাকে ইফতার দেবে মহিলা দল ॥ শুক্রবার প্রথম রোজায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ইফতার দেবে মহিলা দল। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার বিকেল তিনটার দিকে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে আমরা ইফতার নিয়ে কারাগারে গিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করব।
×