ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উবাচ

প্রকাশিত: ০৬:২৩, ১৮ মে ২০১৮

উবাচ

ঘোলা করে খাবে স্টাফ রিপোর্টার ॥ বিএনপির নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেনÑ আমরা বুঝতে পারছি তারা পানি ঘোলা করেই খাবে। এখন নানা শর্ত দিলেও পরে সব মেনেই একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে বলে মনে করছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে এই মুহূর্তে কোন সঙ্কট নেই। নির্বাচন নিয়ে কোন আলাপ-আলোচনা বা সমঝোতার প্রশ্নই আসে না। মন্ত্রী বলেছেন, আমরা চাই সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন। ড. কামাল হোসেন সাহেবরা যখন বলেন সুষ্ঠু- অবাধ নির্বাচন, তারাও নির্বাচনে আসুক, এটা আমরা চাই। কমিউনিস্ট পার্টির যারা নির্বাচন সম্পর্কে কথাবার্তা বলেন, তারাও নির্বাচনে আসুক, আমরা চাই। বেগম খালেদা জিয়া ও তার দলের সংসদে যেহেতু কোন অবস্থান নেই সেহেতু নির্বাচনকালীন সরকারে তাদের থাকার কোন সুযোগ নেই। তারেক রহমান সম্পর্কে কামরুল বলেন, আজ পত্রিকায় দেখলাম, তারেক রহমান ‘হোয়াইট এ্যান্ড ব্লু কনসালটেন্স’ নামে লন্ডনে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছেন ২০১৫ সালে। সেখানে তার পরিচয়; তিনি ব্রিটিশ নাগরিক। স্ত্রী বেগম জোবায়দা রহমান তার অন্যতম পরিচালক। তারেক রহমানের বিদেশী নাগরিক হিসেবে কোম্পানি প্রতিষ্ঠার বিষয়ে তারা (বিএনপি) কী উত্তর দেবেন, সেটা জানতে চাই। মহাকাশ জয়ে মন জয় হয় না স্টাফ রিপোর্টার ॥ মহাকাশ জয় করলেও বর্তমান সরকার দেশের মানুষের মন জয় করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বর্তমান সরকার সমুদ্র বিজয় করেছে, মহাকাশও বিজয় করেছে, কিন্তু দেশের মানুষের হৃদয় জয় করতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষের হৃদয় জয় করেছে জাতীয় পার্টি। শত অত্যাচার আর নিপীড়নের পরও শুধু মানুষের ভালবাসায় বেঁচে আছে জাতীয় পার্টি। এরশাদ বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় পার্টির সরকার রোহিঙ্গাদের সব দায়িত্ব নেবে। তিনি বলেন, দেশে আছে জাতীয় পার্টি। তাই প্রতিদিনই দলে দলে মানুষ জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। এইচএম এরশাদ বলেন, মানুষকে আর বোঝাতে হবে না, তারা বুঝে গেছে; আওয়ামী লীগ ও বিএনপি দিয়ে দেশের দুর্নীতি, দুঃশাসন, দলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা যাবে না। মানুষ বুঝেছে, এখন পরিবর্তন আনতে হবে এবং তা জাতীয় পার্টির পক্ষেই সম্ভব। আগে ঘুরুক স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ওটা আগে ঘুরুক, পৃথিবী পরিক্রম করুক। তারপর দেখা যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রসঙ্গে অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশে বলেন, ‘যাই হোক, এটারও মালিকানা চলে গেছে জানেন তো? স্যাটেলাইটের মালিকানাও চলে গেছে দুজন লোকের হাতে এবং সেখান থেকে আপনাকেও কিনে নিতে হবে। চুক্তি হচ্ছে অনেক। এই চুক্তি করার অধিকার তাদের কে দিয়েছে? যে চুক্তিই করেন না কেন আপনি, সেই চুক্তি তো জনগণের চুক্তি নয়। আমি এ বিষয়ে খুব বেশি কিছু বলব না। কারণ, বিষয়টি ভাল করে দেখিনি। আগে দেখি চুক্তিগুলো কী হয়েছে? তাহলে কি সব বিষয় ভাল করে না জেনেই কথা বলেন তিনি!
×