ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৩, ১৭ মে ২০১৮

কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ থেকে বস্তাবন্দী অজ্ঞাত (৪৫) এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের হাত-পা বাঁধা ছিল। মাথায় ভারি কোন বস্তু দিয়ে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। লাশ কাঁথা দিয়ে পেঁচিয়ে চটের বস্তায় ভরে কামরাঙ্গীরচর থানাধীন একটি পাইপ কারখানার পাশে বেড়িবাঁধের রাস্তায় ফেলে দেয়া হয়। কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির জনকণ্ঠকে বলেন, বুধবার রাত আটটা নাগাদ নিহতের পরিচয় মেলেনি। সকাল দশটার দিকে বেড়িবাঁধের ঢাল থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরনে চেক লুঙ্গি। গায়ের রং কালো। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তার পরিচয় জানতে জাতীয় নিবন্ধন শাখায় আঙুলের ছাপ দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশ বস্তাবন্দী করে বেড়িবাঁধের সড়কে ফেলে দিয়েছে ঘাতকরা।
×