ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি

প্রকাশিত: ০৬:৫৯, ১৭ মে ২০১৮

দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি

তরুণ নির্মাতা রিদম খান শাহীন এখন ব্যস্ত সময় পার করছেন ১০টি একক নাটক নিয়ে। এবং প্রচারের অপেক্ষায় রয়েছে ধারাবাহিক ‘চার দেওয়ালের বাইরে’ ও সিঙ্গেল নাটক এটিএন বাংলায় ‘দৃষ্টির আড়ালে’ ও মা দিবস উপলক্ষে আগামী ১৩ মে ৮.১০ মিনিটে প্রচার হবে ‘এই শহর আমার জন্য না’। এবং শীঘ্রই কাজ শুরু করবেন এ দেশের সন্তান, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, ভালবাসার অপূর্ণতা শিরোনামের তিনটি নাটক । রিদম খান শাহীনের সর্বপ্রথম নাটক হলো ‘বিবেক’। এ পর্যন্ত ৭০টির মতো নাটক তিনি পরিচালনা করেন। যেগুলো দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়। বর্তমান ব্যস্ততা সম্পর্কে রিদম খান শাহীন বলেন, ‘হাতে এখন বেশ কিছু নাটক আছে। সেগুলোর কাজ শেষ করব। দম ফেলার সময় নেই খুবই ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে দিন। বরাবরই আপনি সিনিয়র অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করছেন। সিনিয়ার শিল্পীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন? জানতে চাইলে আনন্দকণ্ঠকে বলেন, সিনিয়র শিল্পীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। অনেকে বলেন, সিনিয়র শিল্পীরা নাকি ঠিক মতো সেটে আসেন না, শিডিউল ফাঁসান কিংবা পরিচালকের কথা মতো অভিনয় করতে চান না। আমার ক্ষেত্রে এমনটা হয়নি। কিভাবে ভাল নাটক নির্মাণ করা সম্ভব? আমি একা বললে হবে না। সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রযোজককে ভাবতে হবে, চ্যানেল কর্তৃপক্ষকে শুধু ভাল নাটক প্রচার করতে হবে, শিল্পীদের কাজটি শিখে আসতে হবে, পরিচালকদেরও ভাবতে হবে তাদের নাটক কেউ না দেখলে কেন তারা মার্কেটে থাকবে। সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।যৌথ প্রযোজনার বিগ বাজেটের ‘রঙ্গনীলা’ ও ‘দাবার চালে আড্ডায়বসি’ শিরোনামের দুটি ছবির কাজ শুরু করব। ২০১৯ সাল থেকেই সিনেমা নিয়মিত বানাব। হয়তবা বিশেষ দিবসে ছোট পর্দার কাজে দেখা যেতে পারে।
×