ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডের বর্ষসেরা কোচ গার্ডিওলা

প্রকাশিত: ০৬:৩০, ১৭ মে ২০১৮

ইংল্যান্ডের বর্ষসেরা কোচ গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলের বর্ষসেরা কোচ হয়েছেন ম্যানচেস্টার সিটির বস পেপ গার্ডিওলা। লীগ ম্যানেজার এ্যাসোসিয়েশনের (এলএমএ) বিবেচনায় সেরা হয়েছেন স্প্যানিশ এই কোচ। মঙ্গলবার রাতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে গার্ডিওলার হাতে এলএমএ এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। এবার প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের পথে গার্ডিওলার অধীনে সিটিজেনরা মৌসুমে ১০০ পয়েন্ট অর্জন করে নতুন রেকর্ড গড়েছে। এই শিরোপা জয়ে তারা সর্বমোট ১০৬টি গোল করেছে। এর মাত্র একদিন আগে ম্যানচেস্টার সিটিতে গার্ডিওলা তার পুরো দল নিয়ে শিরোপা জয়ের আনন্দ উদযাপন করেছে। গার্ডিওলা ছাড়াও কার্ডিফ বস নেইল ওয়ারনক এলএমএ স্পেশাল এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড অর্জন করেছেন। ওয়েলস ক্লাবটিকে স্কাই বেট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে নিয়ে গিয়ে ক্যারিয়ারে রেকর্ড অষ্টমবারের মতো কোন দলকে পরের লীগে উন্নীত করার স্বীকৃতি হিসেবে ওয়ারনক এই পুরস্কার জয় করেছেন। উল্ফস কোচ নুনো এসপিরিতো সান্টো এলএমএ চ্যাম্পিয়নশিপ এ্যাওয়ার্ড জয় করেছেন। দ্বিতীয় স্থানে থাকা ব্ল্যাকবার্ন ও চ্যাম্পিয়ন উইগানের থেকে পিছিয়ে তৃতীয় স্থান অর্জন করা সলসবেরির পল হার্স্ট এলএমএ লীগ ওয়ান বর্ষসেরা কোচ বিবেচিত হয়েছেন। ৯৩ পয়েন্ট নিয়ে লীগ টু’য়ের শিরোপা জয় করা এক্রিনটন স্টানলির কোচ জন কোলম্যান এই ক্যাটাগরিতে সেরা বিবেচিত হয়েছেন। লীগ ও কাপ শিরোপা জয় করা চেলসির নারী দলের কোচ এমা হায়াস এফএ উইমেন্স সুপার লীগ এ্যাওয়ার্ড জয় করেছেন। দাবাড়ু ফাহাদের সুযোগ... স্পোর্টস রিপোর্টার ॥ এলআইসি কলকাতা ওপেন গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদেমাস্টার ফাহাদ রহমান বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার এবং ২টি গ্র্যান্ডমাস্টার নর্ম খ্যাত ভারতের নিহাল সারিনের সঙ্গে বুধবার তৃতীয় রাউন্ডে ড্র করেছেন। এর আগে দ্বিতীয় রাউন্ডে ভারতের অলিম্পিয়াড টিমের খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার ললিত বাবুর সঙ্গে ড্র করেন। ৩ খেলায় ফাহাদের পয়েন্ট ২। এই টুর্নামেন্টে ভাল ফল করলে ফাহাদের একটি আন্তর্জাতিক বা গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার সুযোগ রয়েছে।
×