ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোমে জয় দিয়ে শুরু শারাপোভার

প্রকাশিত: ০৬:২৯, ১৭ মে ২০১৮

রোমে জয় দিয়ে শুরু শারাপোভার

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্য সমাপ্ত মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন মারিয়া শারাপোভা। কিন্তু হল্যান্ডের কিকি বার্টেন্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিলেন তিনি। তবে রোম ওপেনে জয় দিয়েই মিশন শুরু করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। মঙ্গলবার প্রথমপর্বের ম্যাচে রাশিয়ান তারকা ৭-৫, ৩-৬ এবং ৬-২ গেমে পরাজিত করেছেন এ্যাশলে বার্টিকে। শারাপোভার মতো এদিন জয়ের দেখা পেয়েছেন এলিনা সিতনিলাও। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সিতলিনা দ্বিতীয়পর্বের ম্যাচে ৬-১ এবং ৬-২ গেমে হারিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৩৫তম স্থানে থাকা পেত্রা মার্টিচকে। রোম ওপেনের তিনবারের চ্যাম্পিয়ন শারাপোভা। ২০১১ সালে প্রথম এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরার পরের বছর টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। ২০১৫ সালে সর্বশেষ এই টুর্নামেন্টের শিরোপা নিজের শোকেসে তুলেন শারাপোভা। এবার চারবার এই টুর্নামেন্টের ট্রফি জয়ের পথে জয় দিয়েই মিশন শুরু করেছেন বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ৪০ নম্বরে থাকা শারাপোভা। তবে জয়টা মোটেও সহজ ছিল না তার। প্রতিপক্ষকে হারাতে এদিন তার সময় লাগে আড়াই ঘণ্টা। এমন জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শারাপোভা বলেন, ‘খুব কঠিন ছিল, সত্যিই কঠিন একটা ম্যাচ খেললাম। আমার কাছে মনে হচ্ছিল তিনটি ভিন্ন ভিন্ন ম্যাচ খেললাম। শেষ পর্যন্ত ম্যাচটা আমিই জিতলাম। আমার কাছে এটাই সবচেয়ে ভাল ব্যাপার।’ রোম ওপেনে এবারই অভিষেক ঘটে অস্ট্রেলিয়ার এক নম্বর খেলোয়াড় এ্যাশলে বার্টির। কিন্তু নিজের প্রথম ম্যাচেই বড় ধরনের ধাক্কা খেলেন তিনি। অস্ট্রেলিয়ার প্রতিভাবান এই টেনিস খেলোয়াড়কে পরাজিত করে রোমের ক্লে কোর্টে নিজের ৩৪তম জয় তুলে নিলেন মাশা।’ দ্বিতীয়পর্বেও অগ্নিপরীক্ষা শারাপোভার। কেননা সেখানে যে প্রতিপক্ষ হিসেবে স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভাকে পাচ্ছেন মাশা। ক্লে কোর্টে শারাপোভার সঙ্গে ২-১ ব্যবধানে এগিয়ে সিবুলকোভা। এমনকি নিজেদের সর্বশেষ ম্যাচেও শারাপোভাকে হারিয়ে দিয়েছিলেন স্লোভাক তারকা। ২০১৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের সেই ম্যাচে শারাপোভা হার মেনেছিলেন সিবুলকোভার কাছে। তাই রোম ওপেনের দ্বিতীয়পর্বের ম্যাচটাকে কঠিন হিসেবেই দেখছেন পাঁচ গ্র্যান্ডস্লামের মালিক। এ প্রসঙ্গে রাশিয়ান তারকা বলেন, ‘তার (ডোমিনিকা সিবুলকোভা) বিপক্ষে যখন থেকেই খেলছি তখন থেকেই সে প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিন। বিশেষ করে ক্লে কোর্টে তো অসাধারণ টেনিস খেলে সে।’ রোম ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এলিনা সিতলিনা। মঙ্গলবার তিনি দ্বিতীয়পর্বের ম্যাচে ৬-১ এবং ৬-২ গেমে খুব সহজেই পরাজিত করেন স্বদেশী পেত্রা মার্টিচকে। এছাড়াও জয়ের স্বাদ পেয়েছেন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো। ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন ওস্টাপেঙ্কো দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬-২ এবং ৭-৫ গেমে হারান চীনের জ্যাং শুয়াইকে। টুর্নামেন্টের পঞ্চম বাছাই ওস্টাপেঙ্কো তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবেন গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা অথবা তাইওয়ানের সিই-সু ওয়াইয়ের।
×