ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুইডেনের বিশ্বকাপ দলে নেই ইব্রাহিমোভিচ

প্রকাশিত: ০৬:২৮, ১৭ মে ২০১৮

সুইডেনের বিশ্বকাপ দলে নেই ইব্রাহিমোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উন্মাদনা। প্রতিদ্বন্দ্বী দলগুলোও ঘোষণা করছে প্রাথমিক কিংবা চূড়ান্ত দল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি প্রাথমিক দল ঘোষণা করেছে মঙ্গলবার রাতে। এই দলে জায়গা হয়নি ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে একমাত্র গোলদাতা মারিও গোয়েতজের। তবে চোটের কারণে মাঠের বাইরে থাকা গোলরক্ষক ম্যানুয়েল নিউয়েরকে দলে রেখেছেন জার্মান কোচ জোয়াকিম লো। এদিকে বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইডেন। সব গুঞ্জনকে সমাধি দিয়ে বিশ্বকাপ দলে জায়গা হয়নি অবসরে যাওয়া তারকা জ¬াতান ইব্রাহিমোভিচের। সুইডেন-জার্র্মানি ছাড়াও বিশ্বকাপের দল ঘোষণা করেছে ক্রোয়েসিয়া, কোস্টারিকা, তিউনিসিয়াসহ আরও কয়েকটি দেশ। সুইডেনের ভক্ত-সমর্থকদের মনে কিছুটা হলেও আশা ছিল রাশিয়া বিশ্বকাপের দলে জাতীয় দলের প্রিয় মুখ ইব্রাহিমোভিচকে হয়তো দেখা যেতে পারে। কিন্তু কোন ধরনের বিস্ময় ছাড়াই সুইডিশ কোচ জেন এন্ডারসন বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন। যেখানে স্বাভাবিকভাবেই জায়গা হয়নি এতদিন পর্যন্ত দলের সবচেয়ে বড় তারকা হয়ে নিজেকে প্রমাণ করা ইব্রাহিমোভিচের। গত নবেম্বরে বিশ্বকাপের প্লেঅফ ম্যাচে ইতালিকে বিদায় করে দিয়ে সুইডেন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসরের ঘোষণা দিলেও কিছুটা হলেও ইঙ্গিত ছিল জুভেন্টাস, এসি মিলান, বার্সিলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ইব্রাকে হয়তো এবার শেষবারের মতো বিশ্বকাপের দলে দেখা যেতে পারে। দুই সপ্তাহ আগে অবশ্য ইব্রা ইঙ্গিত দিয়েছিলেন এ ব্যাপারে তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। ২০১৬ সালে জাতীয় দল থেকে অবসর নেন ইব্রাহিমোভিচ। বর্তমানে মেজর সকার লীগে লস এ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে ঘরোয়া ফুটবল খেলছেন। জার্মানি ঘোষণা করেছে ২৭ সদস্যের প্রাথমিক দল। দল ঘোষণার সময় কোচ জোয়াকিম লো আরেকটি খবরও জানিয়েছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বেড়েছে তার। চোটের কারণে গত সেপ্টেম্বরের পর দলের সঙ্গে নেই অধিনায়ক নিউয়ের। তবে জোয়াকিমের বিশ্বকাপ দলে ঠিকই আছেন তিনি। ২০০৬ সাল থেকে জার্মানির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জোয়াকিম লো। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি ছিলেন দলের সহকারী কোচ। প্রধান কোচ হিসেবে ১২ বছর ধরে দায়িত্ব চালিয়ে যাওয়া জোয়াকিম থাকবেন ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত। সেটা হলে জার্মানির সর্বকালের দীর্ঘমেয়াদী কোচের তালিকায় হেলমাট স্কন আর সেপ হারবার্গারকেও ছাড়িয়ে যাবেন তিনি। আগামী ৪ জুনের মধ্যে বিশ্বকাপে সুযোগ পাওয়া দেশগুলোকে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। গোয়েতজকে না নেয়া প্রসঙ্গে জোয়াকিম বলেন, এই মৌসুমটা আসলে তার ছিল না। আমরা তার খেলা পর্যবেক্ষণ করেছি। সামর্থ্য অনুযায়ী সে খেলতে পারেনি। সে খুব বাজে পারফর্মেন্স করেছে ক্লাবের হয়ে, কিন্তু সে এর থেকেও অনেক ভাল পারফর্ম করার যোগ্যতা রাখে। ক্রোয়েশিয়ার ঘোষিত ৩২ সদস্যের দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা লুকা মডরিচ, বার্সিলোনার ইডভান রাকিটিচ এবং জুভেন্টাসের মারিও মানদুকিচের মতো সফল তারকা খেলোয়াড়। পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়া ক্রোয়েশিয়ার সঙ্গে ‘ডি’ গ্রুপের অপর তিন দল হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাইজিরিয়া এবং আইসল্যান্ড। বিশ্বকাপের আগে ৩ জুন এ্যানফিল্ডে ব্রাজিল এবং পাঁচদিন পর রাশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে ওসিজেকে সেনেগালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রথম পছন্দের গোলরক্ষক কেইলর নাভাস। বিশ্বকাপে তার দেশ কোস্টারিকা লড়াই করবে ‘ই’ গ্রুপে। গ্রুপপর্বে তাদের তিন প্রতিপক্ষ ব্রাজিল, সুইজারল্যান্ড এবং সার্বিয়া। বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে কোস্টারিকার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন দেশটির কোচ অস্কার রামিরেজ। কোস্টারিকার গোলবার সামলানোর দায়িত্বে থাকবেন যথারীতি নাভাস। এছাড়াও মধ্য আমেরিকার দেশটির স্কোয়াডে সুযোগ পেয়েছেন মেজর লীগ সকারে খেলা বেশ কয়েকজন খেলোয়াড়।
×